বাংলা

ছিংহাই-তিব্বত মালভূমিতে পর্বতারোহণ শিল্পের বিকাশ

CMGPublished: 2024-05-27 10:16:51
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

২০২১ সালে ইউশু বান্নারের ছুমালাই জেলায় অবস্থিত ইউচু পাহাড়ে ১৭৭৮ জন পর্যটক আসেন। পর্যটকসংখ্যা বাড়ার কারণে আগের অবকাঠামো ব্যবস্থা পর্যটকদের চাহিদা পূরণ করতে পারছিল না। তাই, স্থানীয় সরকার ইউচু পাহাড় আন্তর্জাতিক পাহাড় আরোহণ নগর নির্মাণের উদ্যোগ নেয়।

পাহাড় আরোহণ শিল্প উন্নয়নের পাশাপাশি, স্থানীয়দের জন্য গাইড হিসেবে কাজ করার সুযোগও বাড়ছে। চলতি বছর স্থানীয় ২০ জন পশুপালক গাইডের প্রশিক্ষণ নিয়েছেন। ছিংহাই প্রদেশের ক্রীড়া ব্যুরোর পরিচালক ওয়াং সিয়া বলেন, ছিংহাইয়ের পরিবেশগত সুবিধাগুলোকে বহিরঙ্গন ক্রীড়া শিল্প, পরিকল্পনা উন্নয়ন, এবং ক্রীড়া পর্যটনের সুবিধায় রূপান্তর করতে হবে। ছিংহাই প্রদেশের মহা বহিরঙ্গন শিল্পের কাঠামো গড়ে তোলা হবে।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn