বাংলা

‘সিসিয়াপাংমা’ পর্বতশিখর

CMGPublished: 2024-04-24 12:23:04
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

এ অনুষ্ঠানে আমরা পালাক্রমে সিনচিয়াং ও সিচাং-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আশা করি, এর মাধ্যমে শ্রোতারা চীনের সুন্দর সিনচিয়াং ও সুন্দর সিচাং সম্পর্কে আরও ভালো ধারণা পাচ্ছেন। তাহলে দেরি না করে শুরু করি আমাদের আজকের অনুষ্ঠান। আজকে আমরা সিচাং নিয়ে কথা বলব।

তিব্বতি ভাষায়, ‘সিসিয়াপাংমা’ মানে ‘ঠান্ডা জলবায়ু, কঠোর ও পরিবর্তনশীল আবহাওয়া’। এর নামকরণ থেকেই সিসিয়াপাংমা পর্বতশিখরের আবহাওয়া কতোটা বিরূপ তা আপনি কল্পনা করতে পারেন। এই তুষার শিখরটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৮০১২ মিটার উপরে এবং এটি মাউন্ট এভারেস্ট থেকে প্রায় ১২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত। এটি বিশ্বের ১৪টি ৮০০০ মিটার পর্যায়ের উচ্চ শিখরের মধ্যে ১৪তম স্থানে রয়েছে। এটি পুরোপুরি চীনের তিব্বতে অবস্থিত ৮০০০ মিটারের উচ্চতাসম্পন্ন বিখ্যাত শিখর।

‘সিসিয়াপাংমা’ পর্বতশিখরের চূড়ার কাছাকাছি আরও দুইটি শৃঙ্গ রয়েছে, যেগুলোর উচ্চতা যথাক্রমে ৮০০৮ মিটার ও ৭৯৬৬ মিটার। এগুলো মূল শিখরের ২০০ মিটার ও ৪০০ মিটার উত্তর-পশ্চিমে অবস্থিত। ‘সিসিয়াপাংমা’ পর্বতশিখর এলাকায় হিমবাহের বিশাল এলাকা রয়েছে। এখানকার হিমবাহের আয়তন প্রায় ৭৮৯ বর্গকিলোমিটার, যার মধ্যে ২৬টি উপত্যকা হিমবাহ রয়েছে যার দৈর্ঘ্য ৫ কিলোমিটারের বেশি , এবং ১০টি উপত্যকা হিমবাহ রয়েছে যার দৈর্ঘ্য ১০ কিলোমিটারের বেশি। সবচেয়ে বিখ্যাত হল ইয়েবোকাঙ্গাল হিমবাহ এবং শিগাত্সে অবস্থিত ডাকু হিমবাহ। ইয়েবোকাঙ্গাল হিমবাহটির দীর্ঘ ১২.৫ কিলোমিটার। পশ্চিমে ১৩.৮ কিলোমিটার দীর্ঘ দাকু হিমবাহ। অন্যান্য কয়েকটি বড় আকারের হিমবাহের মধ্যে রয়েছে ফুকু হিমবাহ, গেয়া হিমবাহ, ইত্যাদি।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn