বাংলা

আব্দুর রহিমের সাক্ষাত্কার

CMGPublished: 2024-04-19 15:36:51
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

আজকের 'উর্মির বৈঠকখানা' অনুষ্ঠানে আমার সঙ্গে যোগ দিচ্ছেন আব্দুর রহিম। তিনি সিএলসি ট্রেডিং কম্পানি লিমিটেডের প্রতিষ্ঠাতা। তার অফিস অবস্থিত চীনের কুয়াং চৌ প্রদেশের সানইয়ুয়ানলিতে। বর্তমানে তিনি বাংলাদেশের বেশ কয়েকটি নামজাদা প্রতিষ্ঠানের জন্য চীন থেকে বাংলাদেশে পণ্য পাঠাতে সহযোগিতা করেন, এবং চীন থেকে পণ্য সোর্সিং করে দেন। আব্দুর রহিম ২০১৮ সালে চীনের চেংতু নিউসফট বিশ্ববিদ্যালয়ে ‘ই-কমার্স’ বিষয়ে স্নাতক পর্যায়ে অধ্যয়ন শুরু করেন। তখন থেকেই কিভাবে নিজেকে ব্যবসার সঙ্গে জড়ানো যায় তা চিন্তা করতে শুরু করেন। তিনি যখন দ্বিতীয় সেমিস্টারে ছিলেন তখন কিছু চাহিদাসম্পন্ন পণ্য বাংলাদেশের পাঠান। এটা একবারেই পরীক্ষামূলক ছিল। এই পরীক্ষামূলক পর্যায়ের ফল দেখে তিনি বিস্মিত হয়ে যান। তাঁর মধ্যে আত্মবিশ্বাস কাজ করে। চীন থেকে বাংলাদেশে পণ্য পাঠানো এবং পণ্য পাঠানোর প্রক্রিয়ায় কাজ করবার বিষয়ে তিনি স্থির সিদ্ধান্ত নেন। কিন্তু তারপরেই হতাশ হতে হয়। বিশ্বব্যাপী দেখা দেয় করোনা মহামারী। স্নাতকের প্রথম বর্ষ অধ্যয়নের পর বাংলাদেশে ফিরে যান। পরবর্তীতে অনলাইন ক্লাসের মাধ্যমে স্নাতক শেষ করেন।

পরবর্তীতে কোভিড-১৯-এর নিষেধাজ্ঞা শিথিল হলে, তিনি পুরো প্রস্তুত হয়ে চীনে ফিরে আসেন। কুয়াংচুর সিচিং স্টিট্রের পাইয়্যুন জেলা ওয়্যার হাউজ দেন ও নিজের অফিস খোলেন। তারপর থেকেই তাঁর স্বপ্নের দিকে এক একেকটি সিড়ি করে এগিয়ে যেতে থাকেন। তিনি বলেন, ‘আমাকে আরও অনেক পথ পাড়ি দিতে হবে।’

তো, চলুন কথা বলি তাঁর সঙ্গে।

Share this story on

Messenger Pinterest LinkedIn