বাংলা

সিনচিয়াংয়ের উইগুরদের বিয়ের অনুষ্ঠান (১)

CMGPublished: 2024-03-29 15:18:56
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বর ও কনের পরিবার অতিথিদের আপ্যায়ন করার জন্য একই সময়ে নিজ নিজ বাড়িতে ভোজসভার আয়োজন করে। লোকেরা গান গায় ও নাচে। পরিবেশটি আনন্দ ও হাসিতে পূর্ণ থাকে। বিকেলে, নববধূ তার বিয়ের পোশাক পরে, ফুলের মতো ঘোমটা দিয়ে মাথা ঢেকে বাড়িতে অপেক্ষা করে। আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদের ঘেরা সদ্য সাজে বর কনেকে নিতে কনের বাড়িতে যায়। পথের ধারে, নববধূকে স্বাগত জানাতে থাকা যুবকরা খঞ্জনি বাজিয়ে, সুওনা বাজিয়ে, রেভাফু বাজায় এবং প্রফুল্ল "বধূ-স্বাগত গান" গায়।

যখন কনে বিয়ের দলের গান শুনেন, তখন তিনি অবিলম্বে দরজা আটকে দেন। বরের কাছ থেকে উপহার পাওয়ার পরেই তিনি দরজা খোলেন এবং বিবাহের দলকে প্রবেশের জন্য আমন্ত্রণ জানান। কনে বিয়ের অতিথিদের উষ্ণভাবে আপ্যায়ন করেন। এরপর যারা কনেকে তুলে নিয়েছিল তারা বিয়ের উত্সবমুখর পরিবেশে কনের বাড়ির উঠানে কিছুক্ষণ নাচানাচি করে। নববধূকে তোলার আগে তাকে তার বাবা-মার কাছে বিদায় নিতে হয়। কনের বাবা তার মেয়েকে প্রার্থনা ও আশীর্বাদ করেন। কনে তার পরিবারকে বিদায় জানান। এই সময়ে, কনের পক্ষে বিবাহের দল আবারো বিয়ের গান গায়।

প্রিয় শ্রোতা, আমাদের হাতে আর সময় নেই। আজকে এখানেই শেষ করতে হচ্ছে। আজকের ‘সিনচিয়াং থেকে তিব্বত’ এ পর্যন্তই। তবে, আগামী সপ্তাহে আমরা আবার আপনাদের সামনে হাজির হবো সিনচিয়াং ও তিব্বতের কোনো গল্প বা তথ্যভান্ডার নিয়ে। আপনারা আমাদের লিখুন। আমাদের ইমেইল ঠিকানা ben@cri.com.cn আমাদের ওয়েবসাইটেও আপনারা অনুষ্ঠান শুনতে পারেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা: https://bengali.cri.cn/ সবাই ভাল থাকুন, সুন্দর থাকুন।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn