বাংলা

সিচাংয়ে শিশুদের নামকরণের রীতিনীতি

CMGPublished: 2024-03-22 19:21:01
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

তিব্বতি নামগুলোর খুব সমৃদ্ধ অর্থ রয়েছে। বিভিন্ন উপায়ে নামকরণ করা হয়। সাধারণ নামগুলোর মধ্যে রয়েছে ধর্ম-সম্পর্কিত নাম। ধর্মের সাথে সম্পর্কিত নাম তুলনামূলকভাবে বেশি। তিব্বতি সমাজে ধর্মের গভীর প্রভাব এতে প্রতিফলিত হয়। তিব্বতি নামকরণের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যও ফুটে ওঠে এতে। শুভেচ্ছা জানানো, প্রশংসা করা, এবং জন্মতারিখ স্মরণ রাখার সাথে সম্পর্কিত নামও রাখা হয়। তিব্বতের গণতান্ত্রিক সংস্কারের পর, তিব্বতের জনগণের নামও আধুনিক উত্সবের সাথে সম্পর্ক রেখে করার প্রথা চালু হয়েছে। জাতীয় দিবস, মে দিবস, ইত্যাদি অনেকের নামের সাথে সম্পর্কিত।

তিব্বতিদের সন্তানদের নাম রাখার অনেক উপায় আছে। উদাহরণস্বরূপ, নবজাতককে দুর্ঘটনা ও দুর্যোগ থেকে বাঁচাতে বাবা-মা ইচ্ছাকৃতভাবে তাদের সন্তানদের জন্য বিশেষ ডাকনাম বেছে নেযন। এসব ডাকনাম সাধারণত পশুপাখির নামে রাখা হয়। এতে ছোট বাচ্চার প্রতি বাবা-মার বিশেষ ভালোবাসা ও স্নেহও প্রকাশ পায়।

প্রিয় শ্রোতা, আমাদের হাতে আর সময় নেই। আজকে এখানেই শেষ করতে হচ্ছে। আজকের ‘সিনচিয়াং থেকে তিব্বত’ এ পর্যন্তই। তবে, আগামী সপ্তাহে আমরা আবার আপনাদের সামনে হাজির হবো সিনচিয়াং ও তিব্বতের কোনো গল্প বা তথ্যভান্ডার নিয়ে। আপনারা আমাদের লিখুন। আমাদের ইমেইল ঠিকানা ben@cri.com.cn আমাদের ওয়েবসাইটেও আপনারা অনুষ্ঠান শুনতে পারেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা: https://bengali.cri.cn/ সবাই ভাল থাকুন, সুন্দর থাকুন।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn