সিচাংয়ের জন্মানুষ্ঠান (১)
যদি বাড়িতে কোনো গর্ভবতী মহিলা থাকে, তবে বাইরের লোক যাতে ইচ্ছামতো প্রবেশ না করতে পারে, তা জানাতে একটি লাল ব্যানার বা একটি বিশেষ চিহ্ন সাধারণত দরজায় টাঙানো হয়।
প্রিয় শ্রোতা, আমাদের হাতে আর সময় নেই। আজকে এখানেই শেষ করতে হচ্ছে। আজকের ‘সিনচিয়াং থেকে তিব্বত’ এ পর্যন্তই। তবে, আগামী সপ্তাহে আমরা আবার আপনাদের সামনে হাজির হবো সিনচিয়াং ও তিব্বতের কোনো গল্প বা তথ্যভান্ডার নিয়ে। আপনারা আমাদের লিখুন। আমাদের ইমেইল ঠিকানা ben@cri.com.cn আমাদের ওয়েবসাইটেও আপনারা অনুষ্ঠান শুনতে পারেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা: https://bengali.cri.cn/ সবাই ভাল থাকুন, সুন্দর থাকুন।