বাংলা

ডাঃ শওকত হোসেনের সাক্ষাত্কার

CMGPublished: 2024-02-04 19:33:37
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

আজকের বৈঠকখানায় আমার সাথে যোগ দিচ্ছেন ডাঃ শওকত হোসেন । তিনি বর্তমানে চীনের চিয়াংসু বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর এনার্জি রিসার্চ-এ সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। তিনি তার পিএইচ.ডি. ইউএম পাওয়ার এনার্জি ডেডিকেটেড অ্যাডভান্সড সেন্টার (UMPEDAC), ইউনিভার্সিটি অফ মালয়া, মালয়েশিয়া, থেকে ২০১৮ সালে লাভ করেন। পুনর্নবীকরণযোগ্য শক্তি প্রকল্পে গবেষণার ১৩ বছরের অভিজ্ঞতা রয়েছে তার। তার কয়েকটি গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি ২০১৯ সালে মালয় বিশ্ববিদ্যালয়ের একজন পোস্টডক্টরাল রিসার্চ ফেলো ছিলেন। তিনি ২০২০ সালে চীনের পিকিং ইউনিভার্সিটিতে পোস্ট-ডক্টরাল রিসার্চ ফেলো ছিলেন।

তিনি বর্তমানে চতুর্থ ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ম্যাটেরিয়ালস কেমিস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং (CONF-MCEE ২০২৪), ইউকে, এবং ইলেকট্রিক্যাল, পাওয়ার, এবং কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (EPCE২০২৪) এর তৃতীয় এশিয়া কনফারেন্সে টেকনিক্যাল কমিটির সদস্য হিসাবে কাজ করছেন। তো, চলুন কথা বলি তাঁর সঙ্গে।

Share this story on

Messenger Pinterest LinkedIn