বাংলা

ডা: মোঃ আবু কাওছার (স্বপন)-এর সাক্ষাত্কার

CMGPublished: 2024-01-19 19:40:56
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

আজকের ‘ঊর্মির বৈঠকখানা’-য় আমার সঙ্গে যোগ দিচ্ছেন ডক্টর মো. আবু কাওছার (স্বপন)। তিনি ২০১২ সালে চীনের কুয়াং তুং প্রদেশের রাজধানী কুয়াং চৌ-র সাউদার্ন মেডিকেল ইউনিভার্সিটি থেকে চিকিৎসা বিদ্যায় স্নাতক (MBBS) ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে বাংলাদেশের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে জনস্বাস্থ্যের ওপর স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ডা: স্বপন বর্তমানে ঢাকার ‘লং লাইফ হসপিটাল লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১৭ সাল থেকে তিনি বাংলাদেশে চায়নিজ মেডিকেল গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশন (CMGAB)-এর চেয়ারম্যানের দায়িত্বও পালন করছেন। ২০১৯ সাল থেকে তিনি সাউদার্ন মেডিকেল ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ-এর সভাপতি। সেই সঙ্গে তিনি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ চায়না অ্যালামনাই (এইবিসিএই’র) যুগ্ম-সম্পাদক। তিনি ‘এক অঞ্চল, এক পথ’ সম্পর্কে লেখালেখি করেছেন। ‘লং লাইফ হসপিটাল’ স্থানীয় রোগীদের কেমন সেবা দিচ্ছে? হাসপাতালটি কোন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে বা হচ্ছে কি? জানতে, চলুন কথা বলি তাঁর সঙ্গে।

Share this story on

Messenger Pinterest LinkedIn