বাংলা

তিব্বতে ভ্রমণের কৌশল

CMGPublished: 2023-11-08 15:53:30
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

এ অনুষ্ঠানে আমরা পালাক্রমে সিনচিয়াং ও তিব্বতসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আশা করি, এর মাধ্যমে শ্রোতারা চীনের সুন্দর সিনচিয়াং ও সুন্দর তিব্বত সম্পর্কে আরও ভালো ধারণা পাচ্ছেন। তাহলে দেরি না করে শুরু করি আমাদের আজকের অনুষ্ঠান। আজকে আমরা তিব্বত নিয়ে কথা বলব।

গ্রীষ্মকাল তিব্বত ভ্রমণের সর্বোত্তম সময়। কারণ, এ সময়ে তিব্বতের আবহাওয়া তুলনামূলকভাবে ভালো। এ সময় তাপমাত্রা থাকে সহনীয় পর্যায়ে।

আবহাওয়া ওভারভিউ

গ্রীষ্মকালে, তিব্বতে গড় তাপমাত্রা থাকে প্রায় ২০ ডিগ্রি সেলসিয়াস। সকাল ও সন্ধ্যায় এবং বৃষ্টি হলে তাপমাত্রা আরও কমে দাঁড়ায় ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

ড্রেসিং গাইড

এ সময় তিব্বত ভ্রমণে এলে অল্প পরিমাণে গ্রীষ্মের পোশাক, এবং বসন্ত ও শরতে পরার উপযোগী জামাকাপড় আনা উচিত। বাইরে যাওয়ার সময় আপনি লম্বা স্কার্ট ও জ্যাকেট পরতে পারেন। এতে আপনার ঠান্ডা লাগবে না।

ভ্রমণের সময়সূচী

তিব্বত ভ্রমণ সহজ কাজ নয়। তিব্বতের সুন্দর সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতে বেশি সময় নিয়ে সেখানে যেতে হবে। অন্তত ৭ দিন থাকলে আপনি তিব্বতের সৌন্দর্য ভালোভাবে উপভোগ করতে পারবেন।

আসুন, এই সম্ভাব্য ৭ দিন আপনি কী কী করতে পারেন, তা জানিয়ে দিই।

দিন ১: লাসায় পৌঁছানোর পরে, হোটেলে চেকইন করুন। তিব্বতের পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে আপনি হোটেলে বিশ্রাম নিতে পারেন। আপনি যদি দ্রুত খাপ খাইয়ে নেন, তবে চারপাশে কেনাকাটা করতে যেতে পারেন এবং লাসার বৈশিষ্ট্যগুলো অনুভব করতে পারেন।

দিন ২: প্রথমে পোতালা প্রাসাদে যান, তারপর তিব্বতি পোশাকের ছবি তোলার জন্য বালাং স্ট্রিটে যান।

দিন ৩: লাসা থেকে রওনা হন এবং কুশুই, ইয়ামড্রোক ইউমকুও, করোলা হিমবাহ, গিয়ানতসে এবং শিগাতসে যান।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn