বাংলা

চীন ভ্রমণের অভিজ্ঞতা

CMGPublished: 2023-11-07 10:00:21
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

তারপরে আমরা আবার যাত্রা আরম্ভ করি ইয়ুনান কৃষক প্রধান কার্যালয়(Yunnan Farmer Headquaters) দেখার জন্য। সেখানে গিয়ে তারা কীভাবে তাদের কৃষি পণ্য বিক্রি করছে,কীভাবে তারা পণ্য সংগ্রহ করে আমাদের দেখায়। দিনের সকল কার্যক্রম শেষ করে আমরা ফিরি আমাদের হোটেলে পরবর্তী দিনের প্রস্তুতি নিতে।

৬ষ্ঠ দিনে আমরা High Tech Industrial Development Zone, Yunnan Additive Manufacturing Industry Innovation Center সহ BeiDou Navigation Satellite System দেখার সৌভাগ্য হয়। চীন যে প্রযুক্তি দিয়ে কতটা অগ্রসর তার ধারনা আমরা পাই।

চিত্র ৭: Yunnan Additive Manufacturing Industry Innovation Center কর্তৃক 3D প্রিন্টেড বিলুপ্তপ্রায় প্রানীর মাথা

এবং বিকালে আমরা Yunnan Foreign Affairs Office এ মতবিনিময় সভায় অংশগ্রহন করি। তাদের সাথে আমরা আমাদের চীন ভ্রমনের অভিজ্ঞতার বর্ণনা করি এবং স্থানীয় একটি সংগীত উপভোগ করি।

চিত্র ৮: মতবিনিময় সভার সঙ্গীতের স্থিরচিত্র

চীনের নাগরিকদের আতিথেয়তায় আমরা সবাই মুগ্ধ হয়েছি, চীনের অপরুপ সৌন্দর্য আমাকে ও আমার সঙ্গী সাথীদের এতটাই মুগ্ধ করেছে যে চীন ছাড়ার সময় প্রায় সবাই বলে উঠেছিলো চীনে কাটানো দিনগুলো আমাদের সারাজীবন মনে থাকবে। আমি চীনে অবস্থানরত সময়ে আমাদের দেখাশোনা যারা করেছেন বিশেষ করে “সু ইয়ুমিন” এবং “মু হাও” কে আমরা সবাই মনে রাখব। তারা এতটাই আমাদের সকল বিষয় খেয়াল রেখেছিলেন যে আমাদের কোন সমস্যার সম্মুখীন হওয়ার আগেই তারা সমাধান করে দিতেন। আমরা তাদের উপর অনেক কৃতজ্ঞ থাকব। আর এটা বলেই শেষ করতে চাই যে, বাংলাদেশ-চীন সম্পর্ক আরো জোরদার হোক।

এ এ এম মুস্তাহিদ

কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল প্রযুক্তি বিভাগ

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

ঢাকা, বাংলাদেশ

首页上一页123 3

Share this story on

Messenger Pinterest LinkedIn