বাংলা

কফি হাউসের আড্ডা: অর্ণব মুসাব্বিরের চোখে ইউনান

CMGPublished: 2023-10-27 21:34:10
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সম্প্রতি বাংলাদেশে চীনা দূতাবাসের উদ্যোগে ২০জনের একটি যুবক দল চীনের ইউনানে সফর করেছে। অর্ণব মুসাব্বির তাদের মধ‍্যে একজন। তিনি বর্তমানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে(বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগে অধ্যয়নরত। তিনি আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স এবং ডিপ লারনিং এর বায়োমেডিকেল প্রয়োগ নিয়ে পড়াশোনা করছেন। এর বাহিরে তিনি রোবট (ড্রোন, রোভার ইত্যাদি) এবং থ্রিডি প্রিন্টিং নিয়েও কাজ করেন। তিনি অবসর সময়ে ছবি আঁকতে ও নতুন কিছু শিখতে পছন্দ করেন। এবারের ইউনান সফর কেমন লাগলো? চলুন কথা বলি অর্ণব মুসাব্বিরের সঙ্গে।

Share this story on

Messenger Pinterest LinkedIn