বাংলা

সায়েফ মুনওয়ার সৌরভের সাক্ষাত্কার

CMGPublished: 2023-10-06 14:21:07
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

আজকের ‘ঊর্মির বৈঠকখানা’-য় আমার সাথে যোগ দিচ্ছেন সায়েফ মুনওয়ার সৌরভ। তিনি প্রায় ৯ বছর চীনে শিক্ষাজীবন কাটিয়েছেন। বর্তমানে তিনি বাংলাদেশে চাকরি করার পরিকল্পনা করছেন।

২০১৪ সালে তিনি বৃত্তি নিয়ে চীনে আসেন। প্রথম বছর মধ্য চীনের উহান শহরের Central China Normal University তে চায়নিজ ভাষা শেখেন। এরপর ব্যাচেলর ডিগ্রি নেন Jiangxi University of Finance and Economics থেকে । তাঁর সাবজেক্ট ছিলো আন্তর্জাতিক অর্থনীতি ও বাণিজ্য। ২০১৯ সালে তিনি সাংহাই সরকারী বৃত্তি পান এবং সাংহাই Tongji Universityতে Management Science and Engineering বিষয়ে মাস্টার্স করা শুরু করেন।

চীনে ইসলামের ইতিহাস নিয়ে তার প্রচুর আগ্রহ রয়েছে, বিশেষ করে হুই মুসলিমদের নিয়ে। তিনি চীনের ছিংহাই, লানচৌ, নানচিং, খুনমিং, তালি , সিআন ও কুয়াংচৌসহ ইসলামের ইতিহাসসমৃদ্ধ জায়গাগুলো ভ্রমণ করেন, যা তাঁকে সত্যিই মুগ্ধ করেছে। তো, চলুন কথা বলি তাঁর সঙ্গে।

Share this story on

Messenger Pinterest LinkedIn