বাংলা

শা শিয়াও লান: এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান পরিচালক

CMGPublished: 2023-10-01 17:25:53
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

২৩শে সেপ্টেম্বর সন্ধ্যায়, হাংচৌতে ১৯তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়। চীনা নান্দনিকতার ঐতিহ্যগত সংস্কৃতি এবং আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির মিশেলে একটি বিস্ময়কর অনুষ্ঠান ছিল সেটি, যা গোটা বিশ্বের মনোযোগ আকর্ষণ করেছে।

এশিয়ান গেমসের ইতিহাসে এবারই প্রথম ‘ডিজিটাল অ্যান্ড রিয়েল ফিউশন’ ধারণার আলোকে মশাল জ্বালানো হয়। যখন ডিজিটাল মশালধারী গ্র্যান্ড লোটাস স্টেডিয়ামে দৌড়ে আসল এবং আসল মশালধারীর সাথে একসাথে মূল মশাল জ্বালিয়ে দিল, তখন পুরো দৃশ্যটি ছিল দেখার মতো।

এই যুগান্তকারী সৃজনশীল ধারণাটি প্রধান পরিচালক ও প্রধান প্রযোজক শা শিয়াও লান এবং তার দলের প্রচেষ্টার ফল। ডিজিটাল টর্চবাহক এবং আসল টর্চবাহকের মশাল জ্বালানোর সময়টি হতে হবে নিখুঁতভাবে একই সময়ে। এখানে এক সেকেন্ডের ব্যবধান থাকা চলবে না। গোটা বিষয়টা ছিল চ্যালেঞ্জিং।

শা শিয়াও লান এবং তার দল গোটা দৃশ্যটিকে নিখুঁতভাবে বাস্তবায়িত করতে অগণিত দিন ও রাত ব্যয় করেছেন। সবধরনের কাজে সহযোগিতা সহজ কাজ নয়। ডিজিটাল টর্চবেয়ারের প্লেব্যাকের ফ্রিকোয়েন্সি এবং গতি নিয়ন্ত্রণ করা এবং ডিজিটাল টর্চবেয়ারের কোণ, আকার, নড়াচড়া ও ইগনিশনের ভঙ্গির মধ্যে সামঞ্জস্য রাখা সত্যিই কঠিন কাজ ছিল। সংশ্লিষ্টদেরকে এ কাজে শতভাগ নির্ভুলতার পরিচয় দিতে হয়েছে।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn