বাংলা

লাসা নদী

CMGPublished: 2023-09-22 15:54:26
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

উত্তরাঞ্চলে, নিয়াং নদীর রুটটি পূর্ব দিকে লিনঝি পর্যন্ত বিস্তৃত, যা ৩১৮ নম্বর জাতীয় মহাসড়ক এবং লালিন হাই-গ্রেড হাইওয়ে; দক্ষিণে ইয়ারলুং জাংবো রুটটি পূর্ব দিকে লিনঝি পর্যন্ত বিস্তৃত, যা হল লালিন রেলপথ।

যেসব এলাকার মধ্য দিয়ে প্রবাহিত

উত্স থেকে শুরু করে নদীটি পেংকুও, সেলিরং, রোংমাই, ঝিকং-সহ বিভিন্ন স্থানে পৌঁছেছে এবং তারপর কুশুই কাউন্টির কাছে ব্রহ্মপুত্র নদে এসে মিশেছে। অববাহিকাটি পূর্ব থেকে পশ্চিমে প্রায় ৫৫১ কিলোমিটার দীর্ঘ, আয়তন ৩২ হাজার ৪৭১ বর্গকিলোমিটার, যা ব্রহ্মপুত্র নদের অববাহিকা এলাকার ১৩.৫ শতাংশ। এটি ব্রহ্মপুত্র নদের অববাহিকার বৃহত্তম উপনদী।

ভূতত্ত্ব এবং ভূমিরূপ

নদীর উত্স এলাকাটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৫২০০ মিটার উঁচুতে অবস্থিত। এটি একটি সমতল জলাভূমি।

অববাহিকার উত্তর অংশের শিখরগুলো সমুদ্রপৃষ্ঠ থেকে ৫০০০ থেকে ৫৫০০ মিটার উঁচুতে এবং উপত্যকার নীচের অংশ সমুদ্রপৃষ্ঠ থেকে ৪০০০ থেকে ৪৫০০ মিটার উঁচুতে অবস্থিত। উচ্চতার পার্থক্য প্রায় ১০০০ মিটার। অববাহিকার দক্ষিণ অংশের শিখরগুলো সমুদ্রপৃষ্ঠ থেকে ৪০০০ থেকে ৪৫০০ মিটার উঁচুতে এবং উপত্যকার নীচের অংশ সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৫৮০ থেকে ৪০০০ মিটার উঁচুতে অবস্থিত।

জলবায়ু

এ নদীর অববাহিকার জলবায়ু ঠান্ডা এবং শুষ্ক। গড় বার্ষিক বৃষ্টিপাত ৪০০ থেকে ৫০০ মিলিমিটার। বেশিরভাগ বৃষ্টিপাত গ্রীষ্মে (মে-সেপ্টেম্বর) হয় এবং শীতকালে প্রায় তুষারপাত হয় না বললেই চলে। শীতের শেষের দিকে এবং বসন্তে ঘন ঘন ঝড় হয়। গড় তাপমাত্রা জানুয়ারিতে শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং জুলাই মাসে ১৭ ডিগ্রি সেলসিয়াস; চরম তাপমাত্রা -১৪ ডিগ্রি সেলসিয়াস এবং ৩১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে।

首页上一页123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn