বাংলা

সিনচিয়াং থেকে তিব্বত: আধুনিক সিনচিয়াং ২

CMGPublished: 2023-05-18 16:59:49
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

এ অনুষ্ঠানে আমরা পালাক্রমে সিনচিয়াং ও তিব্বতসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আশা করি, এর মাধ্যমে শ্রোতারা চীনের সুন্দর সিনচিয়াং ও সুন্দর তিব্বত সম্পর্কে আরও ভালো ধারণা পাচ্ছেন। তাহলে দেরি না করে শুরু করি আমাদের আজকের অনুষ্ঠান। আজকে আমরা সিনচিয়াং নিয়ে কথা বলব।

>>সিনচিয়াংয়ের সিল্ক রোড

প্রাচীন সিল্ক রোড সিনচিয়াং অতিক্রম করেছিল এবং এটি একসময় প্রাচীন হলুদ নদীর অববাহিকার সভ্যতা, গঙ্গা নদী উপত্যকা সভ্যতা এবং প্রাচীন পারস্য সভ্যতার সাথে সংযুক্ত ছিল। বিশ্বের তিনটি প্রধান ধর্ম, বৌদ্ধ, ইসলাম, খৃস্ট এবং লোকধর্ম জরথুস্ট্রিয়ানিজম, মানিচেইজম এবং তাদের সম্পর্কিত সংস্কৃতি ও শিল্প সিনচিয়াংয়ে মিলিত হয়। ইতিহাসের দীর্ঘ নদীতে, প্রাচীন সিল্ক রোড ভবিষ্যতের প্রজন্মের জন্য অতুলনীয় সাংস্কৃতিক নিদর্শন ও প্রাচীন সাংস্কৃতিক নিদর্শন রেখে গেছে।

সিনচিয়াংয়ের সিল্ক রোড প্রধানত থিয়ানশান পর্বতমালার দক্ষিণে সিল্ক রোড এবং থিয়ানশান পর্বতমালার উত্তরে সিল্ক রোডে বিভক্ত।

ছিন হান রাজবংশের আগে, সিল্ক রোডের সিনচিয়াং অংশটি শুধু থিয়ানশান পর্বতমালার দক্ষিণাঞ্চলের মধ্যে সীমাবদ্ধ ছিল। এটি চীনের কান সু প্রদেশের তুনহুয়াং থেকে তাকলামাকান মরুভূমির দক্ষিণ ও উত্তর দিক পর্যন্ত বিস্তৃত। সেজন্য দক্ষিণ ও উত্তর দিকে দুটো রাস্তা রয়েছে। দক্ষিণ রাস্তার জন্য কান সু প্রদেশের তুনহুয়াং থেকে ‘ইয়াং কুয়ান’ পর্যন্ত পশ্চিম দিকে এসে খুনলুন পর্বতের উত্তর দিক অতিক্রম করে আবারও পামিরস মালভূমি পার হয়ে ইরানে যাওয়া যায়। উত্তর রাস্তা হচ্ছে কান সু প্রদেশের তুনহুয়া থেকে ‘ইয়ুমেনকুয়ান’ পর্যন্ত পশ্চিম দিকে এসে তুর্পানের ‘চিয়াও হ্য’ শহর অতিক্রম করে থিয়ানশান পর্বতমালার দক্ষিণাঞ্চল থেকে আবারও পশ্চিম দিকে প্রবাহিত। এটি পামিরস মালভূমি পার হয়ে কিরগিজস্তানের ইসিক-কুল (Issyk-Kul, Lake ) হ্রদ পর্যন্ত গেছে।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn