বাংলা

গবেষক রুবায়াত শ্যামস অনিকের চোখে “বেল্ট অ্যান্ড রোড” প্রসঙ্গ

CMGPublished: 2023-05-12 20:37:19
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চলতি বছর “বেল্ট এন্ড রোড’ উদ্যোগ উত্থাপনের দশম বার্ষিকী। বিগত দশ বছরে এ উদ্যোগ একটি দূরদর্শী রোডম্যাপ থেকে আজকের বিভিন্ন জনকল্যাণমূলক দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহযোগিতা প্রকল্পে পরিণত হয়েছে। এ উদ্যোগ মানুষের অভিন্ন কল্যাণের সমাজ বাস্তবায়নের একটি কার্যকর পদ্ধতি। এ উদ্যোগের আওতায় চীন ও বাংলাদেশের মধ্যে কেমন সহযোগিতা চলছে? এ বিষয়ে বাংলাদেশের বিভিন্ন মহলের দৃষ্টিভঙ্গিইবা কেমন? আজকের অনুষ্ঠানে এসব বিষয় নিয়ে আলাপ করব বাংলাদেশের গবেষক রুবায়াত শামস অনিকের সঙ্গে। তিনি বাংলাদেশের ইনস্টিটিউট ফর পলিসি, এডভোকেসি অ্যান্ড গভর্নেন্স (আইপিএজি)-এর সিনিয়র প্রজেক্ট ম্যানেজমেন্ট এক্সিকিউটিভ এবং বাংলাদেশ নেটওয়ার্কের জন্য জাতিসংঘের টেকসই উন্নয়ন সলিউশন নেটওয়ার্কের নেটওয়ার্ক ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন। চলুন, তাহলে কথা বলি তাঁর সঙ্গে।

Share this story on

Messenger Pinterest LinkedIn