বাংলা

এবারের কুয়াংতুং মেলায় দেখার মতো কী আছে?

CMGPublished: 2023-04-28 14:48:32
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

১৩৩তম চীনের আমদানি ও রপ্তানি মেলা তথা কুয়াংতুং মেলা চলছে। এটি সম্ভবত বাংলাদেশের বন্ধুদের কাছে সবচেয়ে পরিচিত চীনের আন্তর্জাতিক মেলা। এবারের মেলায় বাংলাদেশের প্রতিনিধিদের অংশগ্রহণের অবস্থা কেমন? বাংলাদেশী ব্যবসায়ীদের কোন কোন ক্ষেত্রে নজর রাখা দরকার? আজকের অনুষ্ঠানে এসব বিষয় নিয়ে মেলায় অংশগ্রহণকারী বাংলাদেশী ব্যবসায়ী শেখ কোরবান আলীর সঙ্গে আলাপ করব।

তিনি ২০১০ সালে বাংলাদেশের ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর শেষ করে চীনের সাউথ ওয়েস্ট জিয়াওথং বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি লাভ করেন। ২০১৩ সালে মাস্টার্স শেষ করে তিনি কুয়াংচৌ শহরে এসে নিজের ব্যবসা শুরু করেন। তিনি চীনে শিক্ষাগ্রহণের কন্সালট্যান্সি প্রতিষ্ঠান মালিশাএডু (MalishaEdu) স্থাপন করেন এবং চীনা ভাষার শিক্ষাকেন্দ্র বেল্ট অ্যান্ড রোড চায়নিজ সেন্টার (BRCC) প্রতিষ্ঠা করেন। এ ছাড়া, মালিশা ফাউন্ডেশন নামে একটা দাতব্য সংস্থা নিয়েও কাজ করছেন তিনি। চলুন, কথা বলি তার সঙ্গে।

Share this story on

Messenger Pinterest LinkedIn