বাংলা

কুরিয়ার কবি ওয়াং জিবিং: লেখাই যার জীবন

CMGPublished: 2023-04-28 14:38:03
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

কে বলেছে যে "কবিতা লেখা" শুধুমাত্র সংস্কৃতির অঙ্গনের লোকদের "অধিকার"? এমন একজন ‘কুরিয়ার কবি’ আছেন, যিনি বিগত ৫ বছরে দেড় লাখ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন পণ্য বিলি করার জন্য এবং ৪ সহস্রাধিক কবিতাও লিখেছেন। ডেলিভারির জন্য এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার পথে, লালবাতির সামনে, গ্রাহকের দরজার সামনে অপেক্ষার সময়...যখনই অনুপ্রেরণা এসেছে, তিনি একটি কাগজ লিখেছেন বা নিজের ফোনে রেকর্ড করেছেন কবিতা।

তাঁর নাম ওয়াং জিবিং। তিনি আগে ছুতারের কাজ করেছেন, ট্রাক চালিয়েছেন, জীবিকার জন্য শিনচিয়াংয়ে গিয়েছেন, এবং সুচৌতে বর্জ্যপণ্য সংগ্রহ করেছেন। এমনকি, তিনি জুনিয়র হাই স্কুলও শেষ করেননি। কিন্তু, বিগত ৩০ বছরেরও বেশি সময় ধরে তিনি নিজেকে লেখালেখিতে ঠিকই নিয়োজিত রেখেছেন।

চলতি বছরের মার্চে তৃণমূল পর্যায়ের শ্রমিক ভ্রমণশীল কবি হিসেবে তিনি তার প্রথম কবিতা সংকলন “তাড়াহুড়োয় মানুষ” প্রকাশ করেন। দোবান তালিকায় এটি ৯.৪ পয়েন্ট পেয়েছে, এবং প্রায় ৮০% লোক এটিকে পাঁচ তারকা দিয়ে পছন্দ করেছেন। যে যুগে অনেকেই আওয়াজ তুলছেন যে "সাহিত্য অকেজো", সে যুগে কবিতা লিখে কীভাবে জীবন বদলানো যেতে পারে? ওয়াং জিবিংয়ের গল্প পড়লে আপনি উত্তর খুঁজে পেতে পারেন।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn