বাংলা

তিব্বত মালভূমি

CMGPublished: 2023-04-21 18:06:51
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

এ অনুষ্ঠানে আমরা পালাক্রমে সিনচিয়াং ও তিব্বতসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আশা করি, এর মাধ্যমে শ্রোতারা চীনের সুন্দর সিনচিয়াং ও সুন্দর তিব্বত সম্পর্কে আরও ভালো ধারণা পাচ্ছেন। তাহলে দেরি না করে শুরু করি আমাদের আজকের অনুষ্ঠান। আজকে আমরা তিব্বত নিয়ে কথা বলব।

তিব্বত মালভূমির উত্তরে রয়েছে ‘খুনলুন’ পর্বত এবং এর শাখা টাঙ্গগুলা পর্বতমালা; দক্ষিণে হিমালয়; পশ্চিমে কারাকোরাম পর্বতমালা; পূর্বে হেংতুয়ান পর্বতমালা। এখানে আরও রয়েছে গাংদেস পর্বতমালা - নাইনকেন তাংগুলা পর্বতমালা এবং এর শাখা। এখানকার পর্বতগুলোর গড় উচ্চতা ৪০০০ মিটারের বেশি। এসব পর্বতের মধ্যে ৭০০০ মিটারের বেশি উঁচু পর্বতশিখর আছে ৫০টিরও বেশি শিখর এবং ৮০০০ মিটার উঁচু পর্বতশিখর আছে পাঁচটি। এখানকার প্রাকৃতিক দৃশ্য অনন্য।

তিব্বত মালভূমির পাহাড়গুলো মূলত দুটি দলে বিভক্ত। এগুলো পূর্ব-পশ্চিমে ও উত্তর-দক্ষিণে বিস্তৃত।

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn