বাংলা

তিব্বতী জাতির যুবক সুওনানমুছাইরাংয়ের স্বপ্ন

CMGPublished: 2023-01-21 10:19:20
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

কাননান বান্নারের যুবক ব্যবসা মালিক সমিতিতে যোগ দিয়েছেন তিনি। সমিতি যুবক ব্যবসায়ীদের সুবিধার্থে কর, আইন ও দেশের নীতি ব্যাখ্যা করে। সমিতিটি প্রতিষ্ঠানগুলোকে কার্যকর সহায়তা দেয়। সুওনানমুছাইরাং এ কথা বলেছেন।

বর্তমানে সুওনানমুছাইরাং পৃথক পৃথকভাবে কাননান বান্নারের জেলা ও শহরগুলোর সরকার এবং ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানগুলোর জন্য বুদ্ধিমান অফিস-ব্যবস্থা গড়ে তুলছেন। তাঁর কোম্পানি ‘কানসু প্রদেশের বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবন প্রতিষ্ঠান’, কানসু প্রদেশের ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানগুলোর গণমঞ্চ এবং কাননান বান্নারের ঐতিহ্যগত শিল্পের সবুজায়ন, তথ্যায়ন ও বুদ্ধিমান রূপান্তর পরিষেবা ব্যবসার নামতালিকায় অন্তর্ভুক্ত।

সুওনানমুছাইরাং বলেন, “নিজের আয় বৃদ্ধি করার পাশাপাশি আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো জন্মস্থানের উন্নয়ন। আমি নতুন ধারণা দিয়ে জন্মস্থান উন্নয়নের চেষ্টা করতে চাই।” তিনি আরও বলেন, কাননানের সুন্দর দৃশ্য, দীর্ঘ ইতিহাস ও সংস্কৃতি এবং বৈচিত্র্যময় লোকসভ্যতা রয়েছে। কাননানের বৈশিষ্ট্যময় সাংস্কৃতিক পণ্যের নকশা দিয়ে আরো ভালভাবে তিব্বতী জাতির সংস্কৃতি ব্যাখ্যা করা যায়। এটা সুওনানমুছাইরাংয়ের নিজের ব্রান্ড গড়ে তোলার লক্ষ্য।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn