বাংলা

গাজি তৌফিক এজাজের সাক্ষাত্কার

CMGPublished: 2022-11-23 19:50:44
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

আজকের ‘ঊর্মির বৈঠকখানা’-য় আমার সাথে যোগ দিচ্ছেন শিক্ষার্থী গাজি তৌফিক এজাজ। তিনি বর্তমানে নানিচিংয়ের হুহাই বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন জলসেচ ও জলসম্পদ বিষয়ের ওপর।

২০১৬ সালে তিনি এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং ২০১৮ সালে একই বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

২০১৯ সালে তিনি সিএসসি’র শ্রেষ্ঠ আন্তর্জাতিক শিক্ষার্থী বৃত্তি লাভ করেন এবং ২০১৯ সালে চিয়াং সু প্রদেশের সরকারী বৃত্তি লাভ করেন। গাজি তৌফিক ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর হাইড্রো-এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চের একজন সক্রিয় সদস্য। তিনি লাংছাং-মেকং নদীর জলসম্পদ সহযোগিতা কেন্দ্রের উদ্যোগের সাথে জড়িত অনেক অনুষ্ঠানে অংশ নিয়েছেন এবং সরাসরি ঘটনাস্থলে উপস্থিত হয়ে এর খোঁজ-খবর নিয়েছেন। তিনি চীনকে ভালবাসেন। চীনা অর্থনীতি, রাজনীতি ও সংস্কৃতিসহ বিভিন্ন বিষয়ে তাঁর গভীর আগ্রহও রয়েছে। তো, চলুন কথা বলি তাঁর সঙ্গে।

Share this story on

Messenger Pinterest LinkedIn