সিনচিয়াংয়ে প্রাকৃতিক পরিবেশ উন্নয়ন ও প্রসঙ্গকথা
সফলভাবে মরুভূমি নিয়ন্ত্রণ করার পর ছ্যলে জেলায় ব্যাপকভাবে স্থানীয় বৈশিষ্ট্যময় ফসলের চাষ হতে থাকে। বৈশিষ্ট্যময় শিল্প উন্নয়নের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের আয়ও বেড়েছে।
শুষ্ক আবহাওয়া ও অনাবৃষ্টির সময় দক্ষিণ সিনচিয়াংয়ে জলাভূমি হলো খুব মূল্যবান সম্পদ। সাম্প্রতিক বছরগুলোয় জেলাটি বিভিন্ন জলাভূমি সুরক্ষা ও মেরামতের ব্যবস্থা নিয়েছে। জলাভূমি সুরক্ষার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের বসবাসের পরিবেশ অনেক উন্নত হয়েছে।
কাশগারের বেইহু জলাভূমি পার্ক হলো স্থানীয় বাসিন্দাদের শরীরচর্চা ও বিনোদনের স্থান। পার্কে একটি হ্রদ আছে। হ্রদে হাঁস সাঁতার কাটে। হ্রদ ও দূরের তুষার পাহাড় মিলে একটি খুবই সুন্দর দৃশ্যের অবতারণা ঘটিয়েছে।
বেইহু পার্কের আয়তন প্রায় ১.৯ বর্গকিলোমিটার। পার্কের সবুজ অংশের আয়তন হলো ০.৪৩ বর্গকিলোমিটার। পার্কের জলাভূমির আয়তন ০.৬৩ বর্গকিলোমিটার। অথচ এর আগে পার্ক ছিল একটি গন্ধযুক্ত গর্তের মতো। ২০১৭ সালে কাশগার শহর গবেষণা ও পর্যবেক্ষণের মাধ্যমে পার্কটিকে একটি প্রাকৃতিক সবুজ ভূমি হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নেয়। পার্কে শরীরচর্চা করতে আসা একজন স্থানীয় বাসিন্দা বলেন, “আগে ছুটির সময় আমরা শুধু বাজারে যেতাম। কারণ, শহরে কোনো সুন্দর জায়গা ছিল না। কিন্তু বর্তমানে আমাদের পার্ক ও সুন্দর হ্রদ আছে। আমরা নিয়মিত এখানে আসি ও শরীরচর্চা করি। খুবই ভাল লাগে।”