বাংলা

মিয়াও জাতির সুখী জীবনের কামনা করেন সি চিন পিং

CMGPublished: 2022-07-29 20:15:06
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

দম্পতি চাও ইয়ু সুয়ে’র আগেকার বাড়ী খুব খারাপ ছিল। বৃষ্টি পড়লে ভিতটি ভিজে যেত। পানি ও বিদ্যুতের অভাব ছিল। পরবর্তীতে দারিদ্র্য-বিমোচনের নীতির সাহায্যে তারা স্থানান্তর হন। একটি ১,৫০০ বর্গমিটারের দুতলা বাড়ীতে উঠেছেন এ পরিবার। দম্পতি চাও ইয়ু সুয়ে ফু চিয়ান প্রদেশে কাজ করেন। বার্ষিক আয় ৪০ হাজার ইউয়ান। তাদেরর তিনটি বাচ্চা আছে। তারা মাধ্যমিক ও প্রাথমিক স্কুলে লেখাপড়া করে এবং সবই ফ্রি।

চাও ইয়ু সুয়ে বলেন, ‘সে দিন আমি আমার বাড়ির সিটিং রুমে ফিগার দিয়ে দেয়ালের ছবি নির্দেশ করে প্রেসিডেন্ট সিকে কয়েক বছরে গ্রামের পরিবর্তন দেখিয়েছিলাম’। প্রেসিডেন্ট সি চিন পিং দু’তলা, এক তলায় প্রতিটি জায়গা ঘুরে দেখেন এবং পানি, বিদ্যুৎ, বাড়ির জমি, জমিতে কি চাষ করি, আয় কত হয় এবং শিশুদের লেখাপড়ায় কোনো খরচ করি কি না? এ সব প্রশ্ন করেন। “প্রেসিডেন্ট সি আমাদের জীবনের প্রতিটি দিক সম্পর্কে বিস্তারিত খোঁজ-খবর নিয়েছেন, যা সত্যি মুগ্ধকর”।

প্রশ্নের উত্তরে ‘তিনটি নিশ্চয়তা’ শীর্ষক নীতির কার্যকারিতা জেনে প্রেসিডেন্ট সি খুশী হন। হুয়া উ গ্রামের ভবিষ্যৎ উন্নয়নে তিনি দিক-নির্দেশনা দিয়ে বলেন, ‘কর্মসংস্থান খুব গুরুত্বপূর্ণ। এটি জীবন-যাত্রার মান আরও উন্নত করার গুরুত্বপূর্ণ নিশ্চয়তা, দারিদ্র্যমুক্তকরণের সাফল্য রক্ষা এবং গ্রামীণ পুনরুজ্জীবন বাস্তবায়নের মূল ব্যবস্থা। বহির প্রদেশে করলেও চলে, তবে বাড়ির কাছাকাছিতে কাজ করলে আরও ভালো হবে। তাহলে ভালোভাবে বাচ্চাদের দেখাশোনা করতে পারবেন। বাচ্চাদের ভালো লালন করলে ভবিষ্যৎ আরও ভালো হবে’।

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং’র নির্দেশনায় আমরা অব্যাহতভাবে গ্রামীণ পুনরুজ্জীবন এবং কৃষি ও গ্রামের আধুনিকায়ন বেগবান করে আসছি। বলছিলেন সিন রেন মিয়াও জাতির উপজেলার সিপিসির সম্পাদক স্যু লেই। তিনি জানান, গত একবছরে গ্রামে নতুন করে ৮৪ কিলোমিটার সড়ক নির্মাণ করা হয়েছে। দুটি ৪৮.৫ কিলোমিটারের বিদ্যুৎ লাইন প্রতিষ্ঠা করা হয়েছে, যাতে গ্রামে উন্নয়ন ও জীবনযাপনের বিদ্যুৎ নিশ্চিত করা যায়। তাছাড়া, ফাইভ-জি প্রযুক্তিতে গ্রামীণ ডিজিটাল প্ল্যাটফর্ম প্রতিষ্ঠিত হয়েছে, যা গ্রামের নানা কার্যক্রমে সহায়ক হয়েছে।

স্থানীয় জাতিগত বৈশিষ্ট্যসম্পন্ন সুবিধা কাজে লাগিয়ে হুয়া উ গ্রামে পর্যটন ও বৈশিষ্ট্যসম্পন্ন শিল্পের ব্যাপক উন্নয়ন হয়েছে। গ্রামে ৩২টি গ্রামীণ জীবন-কেন্দ্রিক বিনোদন ব্যবস্থা, ১৯টি হোম-স্টে এবং ২টি মিয়াও সূচিকর্ম ওয়ার্কশপ প্রতিষ্ঠিত হয়েছে। ২০২১ সালে গ্রামে পর্যটকের সংখ্যা ৬৫ হাজার জন ছিল। পর্যটনের আয় ছিল ৩১ কোটি ইউয়ান। গ্রামের ৫০ শতাংশ জনশক্তি নিকটবর্তী স্থানে কর্মসংস্থানের সুযোগ পেয়েছে।

দম্পতি চাও ইয়ু সুয়ে বলেন, “গ্রামের উন্নয়ন অধিক থেকে অধিকতর দ্রুত হয়েছে। কর্মসংস্থানের সুযোগও অনেক বেড়েছে। বর্তমানে আমরা দুজন নিকটবর্তী স্থানে কাজ করছি। স্থিতিশীল আয় করার পাশাপাশি পরিবারের প্রবীণ ও ছোটদের দেখাশোনা করতে সক্ষম হয়েছি”। তিনি আরও জানান, গ্রামীণ জীবন-কেন্দ্রিক বিনোদন ব্যবস্থা চালুর পর তার তৈরি হুয়া পা পর্যটকদের কাছে জনপ্রিয়তা কুড়িয়েছে। গত বছর এটা থেকে ১.৫ লাখ ইউয়ান আয় করেছেন তিনি। চলতি বছরের প্রথম দিকে তিনি দু’বছরের সাশ্রয়ী পয়সা দিয়ে একটি হুয়া পা প্রক্রিয়াজাত কারখানা প্রতিষ্ঠা করেছেন।

সম্পাদক স্যু লেই বলেন, ‘এখানকার জীবন অধিক সুখী হয়ে উঠেছে। গ্রামবাসীরা প্রেসিডেন্ট সি চিন পিং’র আবারও ঘুরে দেখার প্রত্যাশা করছেন’।

首页上一页123 3

Share this story on

Messenger Pinterest LinkedIn