বাংলা

পিএইচডি শিক্ষার্থী গাজি তৌফিক এজাজের সাক্ষাত্কার

CMGPublished: 2022-07-29 16:40:44
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

আজকের ‘ঊর্মির বৈঠকখানা’-য় আমার সাথে যোগ দিচ্ছেন গাজি তৌফিক এজাজ। তিনি বর্তমানে চীনের নানচিংয়ের হুহাই বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন জলসেচ ও জলসম্পদ বিষয়ের ওপর।

২০১৬ সালে তিনি এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং ২০১৮ সালে একই বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ২০১৮ সালের জুন মাস থেকে তিনি জলসেচ ও জলসম্পদ নিয়ে চীনের জাতীয় গুরুত্বপূর্ণ পরীক্ষাগারের গবেষকের সহকারী হিসেবে কাজ করে আসছেন। বিশেষ করে, পিএইচডির জন্য চীনা অধ্যাপক চাং খ্য’র সাথে অনেক গবেষণামূলক কাজ করেছেন ও করছেন।

২০১৯ সালে তিনি সিএসসি’র শিক্ষার্থী বৃত্তি লাভ করেন এবং ২০১৯ সালে চিয়াং সু প্রদেশের সরকারী বৃত্তি লাভ করেন। ২০২২ সালে তিনি হোহাই বিশ্ববিদ্যালয়ের "হাই ইউন ফেং হুয়া" শীর্ষ ১০০ কলেজ ছাত্র পুরস্কার লাভ করেন। তিনি ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর হাইড্রো-এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চের প্রকল্প সহকারী ইন্টার্ন। একই সঙ্গে তিনি দেশি-বিদেশি বিভিন্ন ফোরাম ও সংস্থার সঙ্গে জড়িত আছেন। তিনি বাংলাদেশ-চীন যুব ছাত্র সমিতির যুগ্ম সম্পাদক। তিনি চীনকে ভালবাসেন। চীনা অর্থনীতি, রাজনীতি ও সংস্কৃতির প্রতি তাঁর গভীর আগ্রহ রয়েছে। তো, চলুন কথা বলি তাঁর সঙ্গে।

Share this story on

Messenger Pinterest LinkedIn