বাংলা

গ্রামীণ কর্মী

CMGPublished: 2022-06-19 16:38:50
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

তিনি প্রতিদিন গ্রামের শিশুদেরকে কিন্ডারগার্টেন ও স্কুলে যাওয়ার সময় নিরাপত্তা দেন। এ ছাড়াও তিনি গ্রামবাসীদের পক্ষ থেকে স্থানীয় সরকারকে বিভিন্ন অনুরোধ জানান। তিনি হলেন স্থানীয় বাসিন্দা ও সরকারের মধ্যে একটি সেতুর মতো। এ কারণে গ্রামবাসী ও পৌর সরকারের মধ্যে সবসময় যোগাযোগ থাকে। স্থানীয় সরকার এখন আরও দ্রুত বাসিন্দাদের কঠিন সমস্যা সম্পর্কে জানতে পারে ও তা সমাধান করতে পারে।

ফাং জিয়া কুই জন্মস্থানের দ্রুত পরিবর্তন ও উন্নয়ন অনুভব করেন। স্থানীয় সড়ক রূপান্তরিত হয়েছে। আগে বৃষ্টি হলে গ্রামের রাস্তা নষ্ট হয়ে যেত। তবে বর্তমানে নতুন সড়ক নির্মিত হয়েছে। স্থানীয় বাসিন্দাদের জীবনমান অনেক উন্নত হয়েছে।

২০০৯ সালে কুউদং জেলা গ্রামীণ জনকল্যাণকর্মীদে ১৫৬ বার প্রশিক্ষণ দেওয়া হয়েচে। কর্মীদের দক্ষতা উন্নত করার পাশাপাশি দলগত সহযোগিতা বেড়েছে। কর্মীরা জনকল্যাণের কাজ ছাড়াও নিজেদের কাজ বা কৃষিকাজ করে থাকেন। যদিও তাঁরা সবসময় ব্যস্ত থাকেন, তবুও গ্রামের পরিবর্তন দেখলে তাঁদের সন্তুষ্ট লাগে।

এ বছরের প্রথম দিকে কুইদং জেলা গ্রামীণ কর্মী নিযুক্তির নতুন পরিকল্পনা প্রকাশ করে। নতুন পরিকল্পনা অনুযায়ী কর্মীর সংখ্যা হবে বিভিন্ন গ্রামের জনসংখ্যার ৬ শতাংশ। কর্মীরা স্থানীয় বাসিন্দাদের মধ্য থেকে নির্বাচিত হবেন। স্থানীয় অবস্থা সম্পর্কে স্পষ্ট ধারাণা থাকায় তাঁরা আরো সুবিধাজনকভাবে তথ্য সংগ্রহ, ঝুঁকি আবিষ্কার ও বাসিন্দাদের মধ্যে মতভেদ দূর করতে পারবেন।

২০২১ সালে কুইদং জেলায় ১৫০ জন বিশিষ্ট্যপূর্ণ গ্রামীণ কর্মী নির্বাচিত হন। বিশিষ্ট কর্মীরা বিশেষ বোনাস পান। এটি তাঁদেরকে উত্সাহ দেয়।

কুউদং জেলার চীনা কমিউনিস্ট পার্টি কমিটির সম্পাদক উ চি ফিং বলেন, জেলাটি অব্যাহতভাবে গ্রামীণ কর্মীদের বেতন বাড়িয়েছে। জেলাটি গ্রামগুলোর মধ্যে একটি পরিচালকের নেট প্রতিষ্ঠা করেছে এবং গ্রামবাসীদের জীবনমান উন্নত করার চেষ্টা চালিয়ে যাচছে।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn