বাংলা

ভারতের গ্রামবাসীদের পানীয় জল সংকট সমাধানে ব্রিক্স ব্যাংক

CMGPublished: 2022-06-17 19:53:57
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

ভারতের উত্তরাঞ্চলের পার্বত্য হিমাচল প্রদেশে ব্রিক্স’র নতুন উন্নয়ন ব্যাংকের অর্থায়নে গ্রামীণ জল ব্যবস্থা প্রকল্প নির্মিত হচ্ছে। এ প্রকল্প সম্পন্ন হলে স্থানীয় ৫ লাখ গ্রামবাসীর জল সংকট সমাধান হবে। বর্তমানে পাইপ সম্প্রসারণের কাজ সুষ্ঠুভাবে চলছে এবং পানির ট্যাংক স্থাপনের কাজও শুরু হতে যাচ্ছে।

স্থানীয় বাসিন্দারা গণমাধ্যমকে বলেন, তারা জন্মের পর থেকে বাড়ীতে পানি সরবরাহ সংকট দেখে আসছেন। পানি থাকলেও তা কেবল আধা ঘন্টা থেকে ৪৫ মিনিট স্থায়ী হয়। এক ঘন্টা স্থায়ী হতে কখনো দেখেননি তারা। মাঝেমধ্যে বিদ্যুত্ চলে গেলে ৫ থেকে ৮ দিন পানি থাকে না।

হিমাচল রাজ্যে গ্রামীণ পানি সরবরাহের কাঠামোগত ব্যবস্থা ছিল না। প্রয়োজনীয় পানি ব্যবহার করতে অনেকে অসুবিধায় পড়ে। ব্রিক্স’র নতুন উন্নয়ন ব্যাংকের পরিসংখ্যান থেকে জানা গেছে, এ রাজ্যের ৪২ শতাংশ মানুষ পানীয় জল সংকটে রয়েছে। গ্রামাঞ্চলে প্রতিদিন পানি আনতে ও সেভ করতে অত্যন্ত দুঘন্টা সময় লাগে।

২০২১ সালের ডিসেম্বর মাসে ব্রিক্স’র নতুন উন্নয়ন ব্যাংক এ অঞ্চলের পানি সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার প্রকল্পে ৮ কোটি মার্কিন ডলার অর্থ অনুমোদন করেছে। এ প্রকল্পে মোট ১০ কোটি মার্কিন ডলার ব্যয় করা হবে। বাকি অর্থ ভারত বহন করবে। এ প্রকল্প সম্পন্ন হলে হিমাচল রাজ্যের ৮টি অঞ্চলের ১,২৫৫টি গ্রামের ৫ লাখ বাসিন্দা সুবিধা ভোগ করতে পারবেন।

এ প্রকল্পের প্রধান প্রকৌশলী জানিয়েছেন, ব্রিক্স’র নতুন উন্নয়ন ব্যাংকের অর্থায়নে এ প্রকল্প হিমাচল রাজ্যের বাসিন্দাদের জন্য কল্যাণকর হবে। হিমাচল রাজ্য পবর্তাঞ্চলে অবস্থিত। বাসিন্দারা অনেক দূর থেকে পানি আনেন। বিশেষ করে নারীরা দৈনন্দিন পানীয় জল আনতে ছুটেন।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn