বাংলা

নিজের গবেষণার মাধ্যমে চীন-বাংলাদেশ সবুজ সহযোগিতায় অবদান রাখতে ইচ্ছুক অজয় কান্তি মন্ডল

CMGPublished: 2022-06-17 15:38:46
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সুপ্রিয় শ্রোতা, আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা। সাপ্তাহিক ‘কফি হাউসের আড্ডা’ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে আমার সঙ্গে যোগ দিচ্ছেন জনাব অজয় কান্তি মন্ডল। সম্প্রতি চীনের ‘ফুচিয়ান এগ্রিকালচার অ্যান্ড ফরেস্ট্রি ইউনিভার্সিটি’-র ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ারিং কলেজের অধীনে ‘ফরেস্ট্রি ইঞ্জিনিয়ারিং’ বিষয়ে ডক্টরেট ডিগ্রী লাভ করেন। গত চার বছরে তিনি এসসিআই জার্নালে মোট ১৬টি গবেষণাপত্র প্রকাশ করেন। তা ছাড়া, তিনি বাংলাদেশ সরকারের সর্ববৃহৎ বহুমুখী গবেষণা প্রতিষ্ঠান ‘বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ’--এ ‘ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা’ পদে কর্মরত আছেন। চীনের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ‘আউটস্ট্যান্ডিং ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাওয়ার্ড-২০২০’ পেয়েছেন তিনি। এ ছাড়াও, তিনি ফুচিয়ান এগ্রিকালচার অ্যান্ড ফরেস্ট্রি ইউনিভার্সিটি থেকে ‘আউটস্ট্যান্ডিং গ্রাজুয়েট অ্যাওয়ার্ড-২০২২’ অর্জন করেন। অবসর সময়ে তিনি বাংলাদেশের ‘দৈনিক ইনকিলাব’-এর সম্পাদকীয় পাতায় নিয়মিত লিখে থাকেন। সেই সাথে তিনি ‘বাংলাদেশ চায়না ইয়ুথ স্টুডেন্ট এ্যাসোসিয়েশন’-এর ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি চীনে স্ত্রী ও একমাত্র কন্যা সন্তানসহ অবস্থান করছেন। চীনা বন্ধুদের সাথে তার পরিবারের রয়েছে এক অসাধারণ মেলবন্ধন। চীনা খাবারও তাদের বেশ প্রিয়। চীনের শিল্প-সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতি রয়েছে অজয়ের ব্যাপক আগ্রহ। চলুন কথা বলি তাঁর সঙ্গে।

Share this story on

Messenger Pinterest LinkedIn