বাংলা

দারিদ্র্যবিমোচনের জন্য নতুন সড়ক এবং ইউকং-য়ের চেতনা

cmgPublished: 2022-06-13 14:38:31
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীনে প্রাচীনকালের একটি গল্প। গল্পে বলা হয়, ৯০ বছর বয়সী ইউকং দু’টি পাহাড় অন্য জায়গায় সরিয়ে মাঝখান দিয়ে সড়ক নির্মাণ করতে চেয়েছিলেন। এতে ইউকংয়ের সাহস প্রতিফলিত হয়। তিনি স্থানীয় বাসিন্দাদের সুন্দর জীবন গড়ে তোলার জন্য সড়ক নির্মাণ করতে চেয়েছিলেন। বর্তমান চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত ইউননান প্রদেশে ইউ কংয়রের মতো মানুষ আছেন। তাঁরা খারাপ পরিবেশের মধ্যেও একটি ‘দারিদ্র্যবিমোচন সড়ক’ নির্মাণ করেছেন।

তাঁরা সীমের ফলন বাড়িয়ে দারিদ্র্য থেকে মুক্তি পেয়েছেন। তাঁরা দশ বছর ধরে ক্লিফসাইডে সড়ক নির্মাণ করেছেন। তাঁরা নিজেদের পরিশ্রম দিয়ে স্থানীয় মরুকরণ রোধ করেছেন।

ইউননানপ্রদেশেরওয়েনশান(文山)চুয়াংজাতিরস্বায়ত্তশাসিতবান্নারেরসিছৌ(西畴)জেলায়৯৯.৯শতাংশভূমিহলোপাহাড়।এরমধ্যে৭৫.৫শতাংশইগাছপালাবিহীন।চিয়াংলংগ্রামআগেছিলজেলাটিরসবচেয়েদরিদ্র।দারিদ্র্যবিমোচনেরসবচেয়েগুরুত্বপূর্ণবিষয়হলোপরিবেশরক্ষা।দারিদ্র্যথেকেমুক্তিপাওয়ারজন্য২০০৩সালথেকেস্থানীয়বাসিন্দালিউছাওরেন(刘超仁)গ্রামবাসীদেরকেনিয়েবৃক্ষরোপণঅভিযানশুরুকরেনওকমলাচাষকরতেথাকেন।তবেখারাপপরিবেশেরজন্যঅনেকমানুষছিলেনআশাহীন।তাঁরামনেকরেন,কমলাচাষকরলেখাদ্যশস্যচাষেরজমিকমেযাবে।এছাড়া,গ্রামেভালসড়কছিলনা,উত্পন্নকমলাবাইরেপাঠানোছিলএকটিবড়সমস্যা।

কিন্তুলিউছাওরেননিজেরপরিকল্পনাবাস্তবায়নথেকেসরেআসেননি।তাঁরনেতৃত্বেবর্তমানচিয়ালং(江龙)গ্রামএকটিসবুজ,সভ্যওধনীগ্রামেপরিণতহয়েছে।বর্তমানেগোটাগ্রামেকমলারচাষহয়।গতবছরকমলাশিল্পউন্নয়নেরমাধ্যমেগ্রামবাসীদেরবার্ষিকমাথাপিছুআয়ছিল২০হাজারইউয়ান।

লিউছাওরেন’রমতোগল্পসিছৌ(西畴)জেলারবিভিন্নগ্রামেআরওআছে।পাহাড়িঅঞ্চলেলোকসংখ্যাবেশি,তবেচাষেরজমিকম।এসমস্যারমধ্যেইছেংদুনরু(程敦儒)পাথুরেমাটিতেইচীনাঔষধিবৃক্ষচাষকরারচেষ্টাকরতেথাকেন।তিনিটানাতিনবছরপাহাড়েকাটিয়েদেনএকাজে।স্থানীয়বাসিন্দাদেরকেনিয়েপাহাড়েঔষধিবৃক্ষচাষকরতেনতিনি।বর্তমানেচীনাওষুধশিল্পসিছৌজেলারদারিদ্র্যবিমোচনওগ্রামপুনরুজ্জীবনকার্যকরসংযোগেরগুরুত্বপূর্ণসমর্থকশিল্পেপরিণতহয়েছে।

আগেসিছৌজেলারইয়ানথৌ(岩头)গ্রামেরপরিবহনেরঅবস্থাখুবইখারাপছিল।স্থানীয়বাসিন্দালিহুয়ামিং(李华明)দশবছরধরেগ্রামবাসীদেরকেনিয়েক্লিফসাইডেএকটিসড়কনির্মাণকরেন।পরিবহনব্যবস্থাউন্নয়নেরপাশাপাশিইয়ানথৌগ্রামদারিদ্র্যথেকেমুক্তহয়েছে।বর্তমানেসিছৌজেলারপ্রতিটিগ্রামেসড়ক,জলেরপানিওইন্টারনেটআছে।স্থানীয়শিক্ষার্থীরাবিশ্ববিদ্যালয়থেকেস্নাতকহওয়ারপরনিজেদেরজন্মস্থানেফিরেআসতেউত্সাহীহচ্ছেন।

চীনা প্রেসিডেন্ট সি চিন পিং বলেছিলেন, গ্রাম পুনরুজ্জীবনের চাবিকাঠি হলো মানুষ ও পরিশ্রম। তিনি বলেন, আমাদের নতুন যুগে ইউকংয়ের চেতনা প্রচার করে সুন্দর চীন গড়ে তুলতে হবে। সিছৌ জেলার বাসিন্দারা এমন কাজ করেন।

Share this story on

Messenger Pinterest LinkedIn