বাংলা

কিরগিজস্তানে বাংলাদেশি চিকিত্সক ফাহিম শাহরিয়ার রেজার সাক্ষাত্কার

CMGPublished: 2022-06-10 18:07:58
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

আজকের ‘ঊর্মির বৈঠকখানা’-য় আমার সাথে যোগ দিচ্ছেন ফাহিম শাহরিয়ার রেজা। তিনি ২০২১ সালে ইন্টারন্যাশনাল মেডিকেল ইউনিভার্সিটি, বিশকেক, কিরগিজস্তান থেকে এমবিবিএস ডিগ্রী শেষ করেন। তিনি ২০১৫ সালের এপ্রিল মাসে এমবিবিএস পড়তে চায়নার জিংঝু মেডিকেল ইউনিভার্সিটি, লিয়াওনিং-এ আসেন। কিন্তু ২০১৯ সালে তিনি চায়না থেকে ক্রেডিট ট্রান্সফার করে কিরগিজস্তান-এ চলে আসেন। তিনি বলেন, চায়নার লেখাপড়ার মান অন্যান্য দেশ থেকে উন্নত। চায়নার ইউনিভার্সিটিগুলোর ল্যাবে আধুনিক নানা রকমের যন্ত্রসামগ্রী আছে। কিরগিজস্তানে তিনি স্নাতক ডিগ্রী শেষ করে বর্তমানে স্নাতকোত্তর এ অধ্যয়নরত আছেন। অধ্যয়ন-এর পাশাপাশি স্থানীয় একটি ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল বিভাগে কর্মরত আছেন এবং তাঁর ইউনিভার্সিটির বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিল-এর ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করছেন। তিনি কিরগিজস্তানে বাংলাদেশী ছাত্রছাত্রীদের জন্য একটি স্বাচ্ছন্দ্যময় ও বন্ধুসুলভ পরিবেশ তৈরির চেষ্টা করে যাচ্ছেন। তো চলুন, কথা বলি তাঁর সঙ্গে।

Share this story on

Messenger Pinterest LinkedIn