বাংলা

চীনা টেনিস খেলোয়াড়দের সাফল্যের পেছনে বাংলাদেশী প্রশিক্ষকের অবদান

CMGPublished: 2022-05-28 17:11:12
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বেইজিং সময় ২৭ মে ভোর শেষ হওয়া ২০২২ ফ্রেঞ্চ ওপেনের নারী এককের দ্বিতীয় রাউন্ডে, চীনের হুপেই প্রদেশের ১৯ বছর বয়সী নারী টেনিস খেলোয়াড় জেং ছিন ওয়েন প্রাক্তন চ্যাম্পিয়ন এবং ১৯ নম্বর সীড সিমোনা হালেপকে পরাজিত করেন। ক্যারিয়ারে প্রথমবার ফ্রেঞ্চ ওপেনে অংশ নিয়ে তিনি শীর্ষ ৩২-এ উঠেছেন। তাঁর সাফল্যের পেছনে একজন বাংলাদেশী প্রশিক্ষকও রয়েছেন। তাঁর নাম আকতার হোসেইন। কিশোর বয়সে জেং ছিন ওয়েন দীর্ঘ সময় ধরে সুবিখ্যাত বাংলাদেশী কোচ আকতার হোসেইনের কাছে প্রশিক্ষণ নেন। আকতার হোসেইন ২০০০ ও ২০০১ সালে বাংলাদেশের জাতীয় একক চ্যাম্পিয়ন ছিলেন। তিনি ২০০৫ সাল থেকে বেইজিংয়ে প্রফেশনল টেনিস খেলোয়াড়দের প্রধান কোচ হিসেবে কাজ শুরু করেন। তিনি ৯ বছর ধরে কিংবদন্তি কোচ কার্লোস রদ্রিগেজের সাথে কাজ করেছেন

Share this story on

Messenger Pinterest LinkedIn