সহজ চীনা ভাষা: আনসাই’র ওয়েস্ট ড্রাম
বন্ধুরা, আজ আমরা নতুন একটি পাঠ শেখাবো। এর শিরোনাম ‘আনসাই’র ওয়েস্ট ড্রাম ।’বন্ধুরা, এবার আপনাদের এই পাঠের অর্থ জানিয়ে দিচ্ছি। এই পাঠ হল চীনের আধুনিক কবি ও গদ্যলেখক লিউ ছেং চাং রচিত একটি গদ্য। তিনি শ্যানসি প্রদেশে জন্মগ্রহণ করেন এবং সেখানেই বড় হন। জন্মস্থানকে অনেক পছন্দ করেন তিনি। তাই লিউ ছেং চাং শ্যানসি প্রদেশের জনগণের জীবন, সংস্কৃতি, রীতিনীতি সম্পর্কে অনেক কবিতা ও গল্প লিখেছেন। আজকের এই পাঠে তিনি উত্তর শ্যানসি প্রদেশের একটি বৈশিষ্ট্যময় নৃত্য- ‘ইয়াও কু’ অর্থাত ‘ওয়েস্ট ড্রাম নাচ’ সম্পর্কে লিখেছেন।
ওয়েস্ট ড্রাম নাচ চীনের শ্যানসি প্রদেশ ও পীত-মাটির মালভূমি অঞ্চলে ব্যাপক প্রচলিত; আর এসব অঞ্চলের মধ্যে আনসাই এলাকার ওয়েস্ট ড্রাম নাচ সবচেয়ে বিখ্যাত। প্রাচীনকাল থেকে চীনের হান জাতি ও পশ্চিমাঞ্চলের সংঘালঘু জাতির সংস্কৃতি এই এলাকায় মিলে গেছে এবং ভালোভালো সংক্ষিত হয়েছে। বর্তমানে আনসাই এলাকা চীনের পীত-মাটির মালভূমি সংস্কৃতি সংরক্ষণের দিক থেকে ভালো মানের লোকসংস্কৃতির প্রতিনিধিত্বকারি এলাকায় পরিণত হয়েছে। আনসাই ওয়েস্ট ড্রাম নাচ সেখানকার আকর্ষণীয় সংস্কৃতির মধ্যে একটি। উত্সব ও খুশির ঘটনা উদযাপনের জন্য স্থানীয় মানুষ ওয়েস্ট ড্রাম নাচের আয়োজন করে। নাচের সময় মানুষ তাদের কোমরে একটি ছোট ড্রাম ঝুলিয়ে নেয় এবং ড্রাম বাজিয়ে নাচে। সাধারণত ১০জন বা আরো বেশি মানুষ একসঙ্গে ওয়েস্ট ড্রাম নাচে অংশ নেয়। এই পাঠে লেখক আনসাই ওয়েস্ট ড্রাম নাচের মাধ্যমে উত্তর শ্যানসি প্রদেশের সাধারণ মানুষের আবেগপূর্ণ, বলিষ্ঠ ও তেজস্বী চরিত্রের প্রশংসা করেছেন।
বন্ধুরা, এই পাঠের প্রধান শব্দগুলো হলো:
鼓 gǔ ড্রাম 腰鼓 yāo gǔ ওয়েস্ট ড্রাম 打鼓 dǎ gǔ ড্রাম বাজানো
乐器 yuè qì বাদ্যযন্ত্র 演奏乐器 yǎn zòu yuè qìবাদ্যযন্ত্র বাজানো
热闹的rè nào de সমারোহময়/সরগরম 热闹的市场 সমারোহময় বাজার rè nào de shì chǎng 热闹的节日 rè nào de jié rì সমারোহময় উত্সব 热闹的环境 rè nào de huán jìng আকর্ষণীয় / সমারোহময় পরিবেশ
习俗 xí sú রীতিনীতি 你的家乡有什么习俗 nǐ de jiā xiāng yǒu shěn me xí sú ? তোমার জন্মস্থানে কী কী রীতিনীতি আছে?
流行 liú xíng জনপ্রিয় 流行歌曲 liú xíng gē qǔজনপ্রিয় গান
腰鼓在陕北非常流行。yāo gǔ zài shǎn běi fēi cháng liú xíng ওয়েস্ট ড্রাম উত্তর শ্যানসিতে অনেক জনপ্রিয়।