সহজ চীনা ভাষা: বিনয়ী ও অধ্যয়নরত
বন্ধুরা, আজকে যে ছেং ইয়ু আমরা শিখাবো তা হল ‘不耻下问’। এই শব্দ চীনের বিখ্যাত প্রাচীন শিক্ষাবিদ ও চিন্তাবিদ কনফুসিয়াসের সঙ্গে জড়িত। এই ছেং ইয়ু শেখার আগে প্রথমে কনফুসিয়াসের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেই।
কনফুসিয়াসের চীনা নাম ‘খোং য্যি’। খোং তার পারিবারিক নাম, তার মূল নাম ‘ছিউ’। প্রাচীনকালে নৈতিক গুণসম্পন্ন ও জ্ঞানী ব্যক্তিদেরকে ‘য্যি’ বলে ডাকা হতো। তাই মানুষ তাকে ‘খোং য্যি’ বলে ডাকে। তিনি খ্রিষ্টপূর্ব ৫৫১ সালে চীনের প্রাচীন লু রাজ্যের একটি অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থাকেই তিনি খুব বুদ্ধিমান ছিলেন এবং লেখাপড়া করতে পছন্দ করতেন। ৩০ বছর বয়সে তিনি চীনের প্রথম ব্যক্তিগত স্কুল প্রতিষ্ঠা করেন। তার মতে, যে পরিবারেই মানুষ জন্মগ্রহণ করুক না কেন, তার শিক্ষাগ্রহণের অধিকার আছে। জীবদ্দশায় খোং য্যি’র ৩ সহস্রাধিক ছাত্র ছিল। তিনি মারা যাওয়ার পর তার ছাত্ররা তার আচরণ ও কথা অনুসারে, 'লুন ইউয়ু'' নামের একটি বই রচনা করেন। এতে কনফুসিয়াস মতবাদের বিস্তারিত উল্লেখ আছে। তার প্রতিষ্ঠিত কনফুসিয়াসিজম ও শিক্ষা মতবাদ চীন ও পূর্ব-এশিয়ার সাংস্কৃতিক উন্নয়নে সুদূরপ্রসারী প্রভাব ফেলেছে।
খোং ইয়ু খোং য্যি’র সমসাময়িক মানুষ, তিনি ওয়েই রাজ্যের মন্ত্রী। তিনি কেবল জ্ঞানী ও অধ্যয়নশীল নন, বরং খুব বিনয়ী। তিনি ওয়েই রাজ্যের জন্য বড় অবদান রেখেছেন। তাই মৃত্যুর পর ওয়েই রাজা তাকে ‘খোং ওয়েন কং’র মর্যাদা খেতাব দেন। খোং য্যি’র একজন শিক্ষার্থী য্যি কোংও ওয়েই রাজ্যের মানুষ। খোং ইয়ু’র এত উচ্চ সম্মান পাওয়ায় তিনি অপ্রত্যয়ী এবং মনে করেন খোং ইয়ু’র এত বেশি প্রশংসা প্রাপ্য না। একবার তিনি খোং য্যিকে জিজ্ঞেস করেন, খোং ইয়ু’র চেয়ে আরও জ্ঞানী মানুষ অনেক, কেন তাকে এই উচ্চ খেতাব দেন? খোং য্যি উত্তর দিয়ে বলেন, খোং ইয়ু খুব স্মার্ট ও অধ্যয়ন করে।