বাংলা

সহজ চীনা ভাষা: বিষয়ের গুরুত্ব ভুল বোঝা

CMGPublished: 2024-08-13 10:00:18
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বন্ধুরা, আজকের যে ছেং ইয়ু আমরা শিখাবো তা হল ‘本末倒置’, এর অর্থ ‘বিষয়ের গুরুত্ব ভুল বোঝা’। চীনের অনেক ছেং ইয়ু ঐতিহাসিক গল্প থেকে এসেছে, এই শব্দটিও এর ব্যতিক্রম নয়।

যুদ্ধলিপ্ত রাষ্ট্রগুলোর যুগে বিভিন্ন রাজ্যের মধ্যে ঘন ঘন যুদ্ধ ঘটে। চাও রাজ্যের রাজার মৃত্যুর পর তার ছেলে সিংহাসনের উত্তরাধিকারী হন। তবে সে খুব ছোট হওয়ায় দেশ পরিচালনা করতে পারে না। তাই তার মা চাও ওয়ে হৌ দেশের প্রকৃত নিয়ন্ত্রক। যখন তার ছেলে মাত্র সিংহাসনে আসে, তখন শক্তিশালী ছিন রাজ্য চাও রাজ্যকে আক্রমণ করে। দেশ রক্ষার করার জন্য চাও ওয়ে হৌ ছি রাজ্যের সাহায্য পেতে চান। ছি রাজ্য তার অনুরোধ রাজি হয়েছে, তবে বিনিময় হিসেবে তার ছেলেকে ছি রাজ্যে পাঠাতে হয়। অবশেষে ছি রাজ্যের সাহায্যে চাও রাজ্যে ছিন রাজ্যের আক্রমণ প্রতিরোধ করেছে।

একবার ছি রাজ্য চাও রাজ্যে দূত পাঠান। সেই দূত ছি রাজার হাতে লেখা চিঠি চাও ওয়ে হৌকে দেয়। তবে চাও ওয়ে হৌ প্রথমে সেই চিঠি দেখেন না, বরং সেই দূতকে জিজ্ঞেস করেন, চলতি বছর ছি রাজের ফসল কেমন হয়েছে? জনগণের জীবন কি ভালো? ছি রাজা ভালো আছেন? ছি রাজ্যের দূত তার কথা শুনে খুব খুশি হন না, তিনি চাও ওয়ে হৌকে বলেন, আপনাকে শুভেচ্ছা জানাতে ছি রাজা আমাকে পাঠিয়েছেন, আপনি প্রথমে ছি রাজার খবর নেন না, বরং ফসল ও জনগণের অবস্থা জিজ্ঞেস করেন, ফসল ও জনগণ কি রাজার চেয়ে আরও সম্মানিত?

চৌ ওয়েই হৌ হেসে উত্তর দিয়ে বলেন, যদি ফসল না থাকে তাহলে জনগণ কী থাকবে? যদি জনগণ না থাকে, তাহলে রাজা কি থাকবে? তুমিই বিষয়ের গুরুত্ব ভুল বুঝেছো। ছি রাজ্যের দূত আর কিছু বলতে পারে না।

এই গল্প থেকে এসেছে ছেং ইয়ু ‘本末倒置’, এর আক্ষরিক অর্থ ‘শুরু ও শেষ বিপরীত করা’। পরে লোকজন এই শব্দটি দিয়ে ‘বিষয়ের গুরুত্ব ভুল বোঝার’ অর্থ প্রকাশ করে।

কথোপকথন---উপহার দেওয়া

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn