সহজ চীনা ভাষা: চারা বৃদ্ধি করার জন্য উঠিয়ে নেওয়া
কথোপকথন---- take-out/takeaway
বর্তমান চীনে ইন্টারনেট ও ডেলিভারি উন্নয়নে খাবার খাওয়া ও বাছাই করার আরো বেশি সুযোগ তৈরি হয়েছে, যেমন take-out এখন তরুণদের মধ্যে খুব জনপ্রিয়। বাসায় বসে স্মার্টফোনে কিছু ক্লিক করলেই, আধা ঘণ্টা পর খাবার আপনার বাসায় পৌঁছে যাবে, দারুণ সুবিধার ব্যাপার, তাই না! আজকের অনুষ্ঠানে আমরা take-out সম্পর্কিত কিছু চীনা ভাষা শিখাবো। আশা করি, তা আপনাদের কাজে লাগবে।
外卖 wài mài take-out/ দোকান থেকে খাবার কিনে বাড়ি নিয়ে যাওয়া 外卖软件wài mài ruǎn jiàn take-out app 外卖员 wài mài yuán deliveryman
点外卖 diǎn wài mài take-out অর্ডার করা
你今天想去哪儿吃?jīn tiān nǐ xiǎng qù nǎer chī আজ কোথায় খেতে চাও?
我想点外卖 wǒ xiǎng diǎn wài mài আমি take-out অর্ডার করতে চাই
优惠券 yōu huì quàn কুপন 这家店有优惠券 zhè jiā diàn yǒu yōu huì quàn এই দোকানে কুপন আছে
外卖还有多久到?wài mài hái yǒu duō jiǔ dào? take-out আর কতক্ষণে পৌঁছাবে?
还有十分钟 hái yǒu shí fēn zhōng আরো ১০ মিনিট
你的外卖到了 nǐ de wài mài dào le তোমার take-out take-out এসেছে
拿外卖 ná wài mài take-out নেওয়া
我去拿外卖 wǒ qù ná wài mài আমি take-out নিতে যাই।
你的外卖多少钱?nǐ de wài mài duō shǎo qián? তোমার take-out কত টাকা?
我的外卖30元?wǒ de wài mài sān shí yuán আমার take-out ৩০ ইউয়ান
可以发我这家店的链接吗?kě yǐ fā wǒ zhè jiā diàn de liàn jiē ma? এই দোকানের লিঙ্ক আমাকে পাঠাতে পারেন?
我一会发你 wǒ yí huì fā nī আমি পারে তোমাকে পাঠাবো।