সহজ চীনা ভাষা: সম্পূর্ণ জেড ফিরিয়ে আনা
চীনা ভাষায় ছেং ইয়ু দীর্ঘ সময় উন্নয়নে ধীরে ধীরে গড়ে উঠেছে। অনেক ছেং ইয়ু ঐতিহাসিক ঘটনা বা ব্যক্তির সঙ্গে জড়িত। আজকে যে ছেং ইয়ু আমরা শিখাবো, তা হল ‘完璧归赵’, যা চীনের যুদ্ধলিপ্ত রাষ্ট্র যুগের একটি বাস্তব ঐতিহাসিক ঘটনা থেকে এসেছে।
সেসময় চীনে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে ঘন ঘন যুদ্ধ ঘটেছে। চাও রাষ্ট্রের রাজার ‘হ্য শি পি’ নামে একটি খুব সুন্দর জেড আছে। ছিন রাষ্ট্রের রাজা সেই জেড পেতে চান। তিনি বলেন, তিনি ১৫টি শহরের বিনিময়ে জেডটি নিতে চান। চাও রাষ্ট্রের রাজা বিরক্তিবোধ করেন, কারণ ছিন রাজা সবসময় অবিশ্বস্ত। তিনি প্রতারিত হওয়া নিয়ে উদ্বিগ্ন। তবে, যদি জেড ছিন সম্রাটকে না দেয়, তাহলে শক্তিশালী ছিন রাষ্ট্র হয়তো চাও রাষ্ট্রকে আক্রমণ করবে। সেসময় একজন মন্ত্রী চাও রাজাকে বলেন, লিন সিয়াও রু নামের একজন মানুষ খুব জ্ঞানী ও সাহসী, তিনি হয়তো কোনো বুদ্ধি দিতে পারেন। চাও রাজা লিন সিয়াং রু’কে কাছে ডাকেন। এ সমস্যা শুনে লিন সিয়াং রু বলেন, ছিন রাষ্ট্র চাও রাষ্ট্রের চেয়ে অনেক শক্তিশালী, তাই আমরা সরাসরি প্রত্যাখ্যান করতে পারি না। যদি ছিন রাষ্ট্র জেড পায়, তবে আর শহর দেবে না। আমি সম্পূর্ণ জেড নিয়ে ফিরে আসতে পারি। তার কথা শুনে চাও রাজা লিন সিয়াং রু’কে ছিন রাজ্যে পাঠান।
ছিন রাজা প্রাসাদে লিন চিয়াং রু’র সঙ্গে দেখা করেন। জেড দেখে ছিন রাজা খুব পছন্দ করেন। তিনি শুধু জেডের প্রশংসা করেন, বিনিময়ে ১৫টি শহর দেওয়ার কথা উল্লেখ করেন না। তা দেখে লিন সিয়াং রু ছিন রাজাকে বলেন, আসলে জেডে একটি ছোট ত্রুটি আছে, না জানলে তা দেখা খুব কঠিন। দয়া করে আমার হাতে দিন। এ কথা শুনে ছিন রাজা জেডটি লিন সিয়াং রুকে দেন। জেড পেয়েই লিন সিয়াং রু প্রাসাদের স্তম্ভের কাছে দৌড়ে যান। তিনি বলেন, মানুষ একে অপরের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে বিশ্বস্ততার প্রতি গুরুত্ব দেয়, তবে আপনি রাজা হয়েও জেড পাওয়ার পর বিনিময়ে ১৫টি শহর দেওয়ার কথা কিছুই বলেননি। যদি আপনি সেই প্রতিশ্রুতি পূরণ না করেন, তাহলে আমার মাথা ও এই জেড একসঙ্গে স্তম্ভে আঘাত করে গুড়ো করে ফেলবো। ছিন রাজা জেড ধ্বংস হওয়ার ভয় পান। দ্রুত তিনি মানচিত্র আনতে বলেন, বিভিন্ন জায়গা চিহ্নিত করে ১৫টি শহর চাও রাষ্ট্রকে দেওয়ার কথা বলেন। লিন চিয়াং রু জানেন, ছিন রাজা আসলে তাকে শহর দিতে চান না। তাই তিনি বলেন, জেড এত পছন্দ হলে তা গ্রহণের জন্য বড় অনুষ্ঠানের আয়োজন করা উচিত। জেড পাওয়ার জন্য ছিন রাজা শুধুমাত্র তার কথা অনুযায়ী অনুষ্ঠানের প্রস্তুতি নেন। তবে সেদিন রাতে লিন সিয়াং রু সাধারণ মানুষের পোশাকে পরে গোপনে জেড নিয়ে চাও রাষ্ট্রে ফিরে যান। অবশেষে চাও রাজা জেড রক্ষা করেন, ছিন রাষ্ট্রও আক্রমণ করেনি।