বাংলা

সহজ চীনা ভাষা: অলীক স্বপ্ন

CMGPublished: 2024-03-12 10:00:05
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বন্ধুরা, আজকের যে ছেং ইয়ু আমরা শিখাবো তা হল ‘黄粱一梦’ বা ‘অলীক স্বপ্ন’। যা থাং রাজবংশের সাহিত্যিক শেন চিচি’র রচিত একটি উপন্যাস থেকে এসেছে। সেই উপন্যাসে লেখা হয়েছে লু শেং নামে এক মানুষের ফ্যান্টাসি স্বপ্ন!

লু শেং একজন সাধারণ তরুণ মানুষ, সে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। একদিন কৃষিকাজ শেষে লু শেং চা হাউসে বিশ্রাম নেওয়ার সময় লিয়ু ওয়েং নামে একজন তাও ধর্মপ্রচারক সম্পর্কে জানতে পারেন। তিনি অনেক জাদু জানতেন। তারা খুব ভালো আড্ডা দেয়। অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর লু শেং নিজের জরাজীর্ণ পোশাক দেখে দীর্ঘশ্বাস ফেলে বলে, “আমি সত্যি ভুল সময়ে জন্মেছি যে, আমার জীবন এত কঠিন ও বিব্রতকর!” লিয়ু ওয়েং বিভ্রান্ত বলেন: “তোমার শরীর ভালো, কোনো রোগ নেই, কেন নিজের জীবনকে কঠিন ও বিব্রতকর বলে মনে করো?” লু শেং বলেন, “ছোটবেলায় আমি অনেক পরিশ্রম করে পড়াশোনা করেছি, অনেক ভালো শিখেছি, তখন ভাবছিলাম, বড় হওয়ার পর সরকারি কর্মকর্তা হবো। তবে, এখন শুধু জমিতে কৃষিকাজ করি। এটা কি বিব্রতকর নয়?” কথা বলতে বলতে লু শেং নিদ্রাকাতর হয়ে পড়েন। তা দেখে লিয়ু ওয়েং নিজের ব্যাগ থেকে একটি বালিশ বের করেন এবং তাকে বলেন তুমি আমার বালিশে ঘুমাতে পার। আর তোমার সব ইচ্ছা স্বপ্নে পূরণ হবে। লু শেং তার বালিশে ঘুমিয়ে পড়ল এবং একটি ফ্যান্টাসি স্বপ্ন দেখল!

স্বপ্নে লু শেং একজন সুন্দরী ও ধনী মেয়েকে বিয়ে করে। পরের বছর সে সরকারি পরীক্ষা পাস করে কর্মকর্তা হয়। সে খুব ভালো কাজ করে। যেমন- নদী নালা মেরামত করে, সীমান্তের যুদ্ধ জয়ী হয়, তাই পদোন্নতিও হতে থাকে। তবে, তার দ্রুত পদোন্নতির জন্য অন্য অনেক মানুষ ঈর্ষান্বিত হয় এবং তাকে বিপদে ফেলে। ফলে, লু শেংকে পদচ্যুত করা হয়। তবে ৩ বছর পর ভালো কাজের জন্য সে দেশের প্রধানমন্ত্রী হয়। সবাই তাকে সম্মান করে এবং তার প্রশংসা করে। এভাবে দশ বছর পার হয়ে যায়। কিন্তু কোনো বিশ্বাসঘাতক আবার তার বিরুদ্ধে শত্রু দেশের সঙ্গে যোগসাজশের মিথ্যা অভিযোগ আনে। সম্রাট তাকে কারারুদ্ধ করার নির্দেশ দেন। তার পরিবার ভেঙ্গে যায়, তার সঙ্গে জড়িত অনেক মানুষও মারা যায়। জেলে লু শেং ভাবে, আগে এই ফল হবে জানলে আমি জমিতে কৃষিকাজ করে জীবন কাটাতাম। পরে লু শেংয়ের ঘুম ভেঙ্গে যায় এবং স্বপ্ন থেকে জেগে ওঠে। তারপর থেকে সে শুধু কৃষিকাজ করে সাধারণ জীবন কাটায়। তবে, আগের মতো জীবন নিয়ে তার অসন্তুষ্টি নেই। সেই স্বপ্নের কথা সে লিয়ু ওয়েংকে বলে, জীবনের গৌরব ও ব্যর্থতার অভিজ্ঞতা আসলে এই রকম, আমি এখন বুঝেছি জীবনের অর্থ।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn