বাংলা

সহজ চীনা ভাষা: অতীতের কষ্ট ভুলে না যাওয়া, কঠোর পরিশ্রম করা

CMGPublished: 2023-08-29 15:08:58
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীনা ভাষায় ছেং ইয়ু দীর্ঘ সময়ের উন্নয়নে ধীরে ধীরে গঠিত হয়। অনেক ছেং ইয়ু ঐতিহাসিক ঘটনা বা ব্যক্তির সঙ্গে জড়িত। আজকে যে ছেং ইয়ু আমরা শিখাবো, তা হল ‘卧薪尝胆’, যা বসন্ত ও শরৎ এবং যুধ্যমান রাজ্যসমূহের যুগে রাজা কৌ চিয়ান সঙ্গে জড়িত একটি বিষয়।

বসন্ত ও শরৎ এবং যুধ্যমান রাজ্যসমূহের যুগে চীনে অনেক ছোট বড় রাজ্য ছিল; রাজ্যগুলোর মধ্যে ঘন ঘন যুদ্ধ ঘটত। কৌ চিয়ান হল ইউয়ে রাজ্যের রাজা। ইউয়ে রাজ্য পাশে হল উ রাজ্য। কৌ চিয়ান রাজা হওয়ার পর ইউয়ে রাজ্যকে আক্রমণ করেন এবং জিতে যান। তবে মাত্র দুই বছর পর উ রাজ্য ইউয়ে রাজ্যকে পরাজিত করে, কৌ চিয়ানও বন্দী হন। বেঁচে থাকার জন্য কৌ চিয়ান আত্মসমর্পণ করেন, বাহিনী প্রত্যাহার করা এবং প্রচুর সম্পত্তি দান করার প্রতিশ্রুতি দেন। তা শুনে উ রাজ্যের রাজা ফু ছাই খুব খুশি হন। পরে কৌ চিয়ান ফু ছাই’র পরিচারক হন। ফু ছাই মনে করেন যুদ্ধে ইউয়ে রাজ্যের শক্তি অনেক কমেছে, রাজাও আত্মসমর্পণ করেছে, ইউয়ে রাজ্য আর উ রাজ্যের জন্য হুমকি না। তাই ৩ বছর পরে ফু ছাই কৌ চিয়ানকে মুক্তি দেন।

কৌ চিয়ান ইউয়ে রাজ্যে ফেরার পর উ রাজ্যের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি জানেন আরামদায়ক জীবন উপভোগ করতে করতে প্রতিশোধের আকাঙ্ক্ষা ম্লান হয়ে যাবে। তাই অতীতের কষ্ট ও অপমান ভুলে না-যাওয়ার জন্য তিনি প্রতিদিন খড়ের উপরে ঘুমানো শুরু করেন। ঘুম থেকে ওঠার পর সাপের পিত্ত খান। তার কার্যক্রম ইউয়ে রাজ্যের জনগণ উত্সাহিত হয়। সবার দশ বছরের কঠোর পরিশ্রমে ইউয়ে রাজ্য আবার সমৃদ্ধ ও শক্তিশালী হয়ে ওঠে। এক বছর ফু ছাই’র নেতৃত্বে উ রাজ্য উত্তরাঞ্চলের চিন রাজ্যের সঙ্গে যুদ্ধ করে। এ খবর পেয়ে কৌ চিয়ান বাহিনী নিয়ে উ রাজ্যের রাজধানী দখল করেন এবং রাজপুত্রকে হত্যা করেছেন। যখন ফু ছাই ফিরে আসে তাকেও হত্যা করেন কৌ চিয়ান। এভাবে তিনি অবশেষে তার প্রতিশোধ গ্রহণ করেন।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn