বাংলা

সহজ চীনা ভাষা: সু মু চে

CMGPublished: 2023-05-16 10:00:05
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বন্ধুরা,আজআমরানতুনএকটিপাঠশেখাবো।এরশিরোনাম‘苏幕遮’।বন্ধুরা,প্রথমেআপনাদেরকেএইপাঠেরঅর্থজানিয়েদিচ্ছি।এইপাঠহলোচীনেরবিখ্যাতপ্রাচীনকবিচৌপাংইয়ানলিখিতএকটিকবিতা।তিনিসোংরাজবংশেরকবিতারস্কুল(School of poetry)‘ওয়ানইউয়েফাই’রঅন্যতমপ্রতিনিধি।এইস্কুলেরকবিতারকাঠামোসুনির্দিষ্ট,ছন্দওভাষাসুন্দর,প্রকাশেরঅনুভূতিওসূক্ষ্ণ,আরসাধারণতপ্রেমওনারীরজীবনকেকেন্দ্রকরে।চৌপাংইয়েনেরছোটবেলাথেকেইউচ্চসাহিত্যিকপ্রতিভাদেখাযায়।সম্রাটতারকবিতাওপ্রবন্ধপড়েতারখুবপ্রশংসাকরেন।এজন্যতিনিইমএরিয়ালএকাডেমিতেভর্তিহন।সাহিত্যেরপাশাপাশিচৌপাংইয়ানসংগীতসম্পর্কেখুবভালোজানতেন।তাইতাররচিতকবিতারছন্দবেশসুন্দর।তিনিনিজেরকবিতায়সুরারোপকরতেন।তাররচিতকবিতাওগানপ্রচীনকালেবেশজনপ্রিয়ছিল।

আজকের পাঠ হল চৌ পাং ইয়ানের রাজধানীতে থাকার সময় জন্মস্থানের কথা স্মরণ করে লেখা একটি কবিতা। কবিতার ভাবানুবাদ প্রায় এমন: গ্রীষ্মকালের আর্দ্রতা দূর করার জন্য ধূপ জ্বালাই। বাইরে পাখিরা কিচিরমিচির কোরে যেন মেঘমুক্ত দিন প্রার্থনা করছে। পুকুরে পদ্ম ফুল ফুটছে, পদ্ম পাতা স্থির দাড়িয়ে সূর্যালোকের জন্য অপেক্ষা করছে। এই দৃশ্য দেখে আমার জন্মস্থানের কথা খুব মনে পড়ে। আমি কখন জন্মস্থান ফিরে যাব? ছোটবেলার বন্ধুরা কি আমাকে মনে রেখেছে? আমি স্বপ্ন দেখেছি- পদ্ম ফুলের পুকুরে নৌকায় চড়েছি।

বন্ধুরা, এই পাঠের প্রধান শব্দগুলো হলো:

荷花 hé huāপদ্মফুল荷叶 hé yèপদ্মপাতা荷塘 hé táng পদ্মফুলেরপুকুর池塘里荷花都开了 chí táng lǐ hé huādōu kāi le পুকুরেসবপদ্মফুলফুটেছে

潮湿 cháo shīআর্দ্রতা/আর্দ্র潮湿的气候 cháo shīde qì hòu আর্দ্রজলবায়ু潮湿的衣服cháo shīde yī fu আর্দ্র/ভেজাপোশাক潮湿的泥土cháo shīde ní tǔআর্দ্র/ভেজামাটি这里夏天天气总是闷热潮湿 zhè lǐ xià tiān tiān qì zǒng shì mēn rè cháo shīএখানেগ্রীষ্মকালেআবহাওয়াসবসময়আর্দ্র।

静止的 jìng zhǐ de স্থির静止的物体 jìng zhǐ de wù tǐস্থিরবস্তু静止的画面jìng zhǐ de huà miàn স্থিরছবি静止的船jìng zhǐ de de chuán স্থিরনৌকা

渐渐 jiàn jiàn ক্রমশ雨渐渐停了 yǔ jiàn jiàn tíng le ক্রমশবৃষ্টিথেমেগেল天渐渐亮了 tiān jiàn jiàn liàng le ক্রমশআকাশউজ্জ্বলহয়েছে晚上城市渐渐安静下来了 wǎn shàng chéng shì jiàn jiàn ān jìng xià lái le রাতেক্রমশশহরশান্তহয়েছে他渐渐长大了tā jiàn jiàn zhǎng dà le সেক্রমেবড়হচ্ছে।

Share this story on

Messenger Pinterest LinkedIn