বাংলা

সহজ চীনা ভাষা: ছাং আন ছিং মিং

CMGPublished: 2023-04-04 10:00:09
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বন্ধুরা,আজআমরানতুনএকটিপাঠশেখাবো।এরশিরোনাম‘长安清明’।বন্ধুরা,প্রথমেআপনাদেরকেএইপাঠেরঅর্থজানিয়েদিচ্ছি।এইপাঠহলচীনেরপ্রাচীনকবিওয়েইচুয়াংলিখিতএকটিকবিতা।তিনিথাংরাজবংশআমলেরবিখ্যাতকবি।তারকঠিনওকষ্টকরজীবনছিলো।ছোটবেলায়তারউচ্চসাহিত্যিকপ্রতিভাদেখাদেয়।মাত্র৮বছরবয়সেতারবাবা-মামারাযান।পরেতিনিএকাঅনেকচেষ্টাকরেসাহিত্যশিখেনওপ্রবন্ধলিখেন।দ্রুততারপ্রতিভামানুষেরস্বীকৃতিওপ্রশংসাপায়।তিনিচাওইএলাকারসামরিকওরাজনৈতিকগভর্নরেরঅধীনেঅনেকবছরধরেকাজকরেছেন।পদোন্নতিহওয়ারআগেদেশেবিদ্রোহদেখাদেয়।বিদ্রোহীরারাজধানীছাংআনআক্রমণকরে।সেসময়বিশৃঙ্খলারমধ্যেতিনিতারছোটভাইবোনথেকেবিচ্ছিন্নহয়েযানএবংতাদেরকেহারিয়েফেলেন।থাংরাজবংশশেষহওয়ারপরশুএলাকায়তাশুরাষ্ট্রগড়েওঠে।ওয়েইচুয়াংতাশুরাষ্ট্রেরপ্রধানমন্ত্রীহন।এরকয়েকবছরপরতিনিমারাযান।

ওয়েই চুয়াংয়ের অস্থির জীবন তার কবিতায় প্রতিফলিত হয়। আজকের পাঠ ‘ছাং আন ছিং মিং’ হল বিদ্রোহী বাহিনী রাজধানী ছাং আন আক্রমণ করার পর তাঁর লেখা একটি কবিতা। ছাং আন- চীন ও বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ শহর ছিল। যুদ্ধের পর শহর পুনর্গঠন করা হয়। আবার শান্ত হয়, তবে আগের সমৃদ্ধি পুনরুদ্ধার করা যাবে না। ছিং মিং চিয়ের সময় কবি গভীর মন দিয়ে এই কবিতাটি লিখে অতীতের সমৃদ্ধি ও শান্তির কথা স্মরণ করেছেন।

বন্ধুরা, এই পাঠের প্রধান শব্দগুলো হলো:

叛乱 pàn luàn বিদ্রোহ叛军pàn jūn বিদ্রোহীবাহিনী这里发生了叛乱 zhè lǐ fā shēng le pàn luàn এখানেবিদ্রোহঘটেছে叛军进入了首都pàn jūn jìn rù le shǒu dūবিদ্রোহীবাহিনীরাজধানীতেঢুকেপড়েছে।

恢复 huī fùপুনরুদ্ধার/ফিরেপাওয়া恢复和平 huī fù hé píng শান্তিপুনরুত্থানকরা恢复健康 huī fùjiàn kāng স্বাস্থ্যপুনরুদ্ধারকরা恢复正常huī fùzhèng zháng স্বাভাবিকঅবস্থায়ফিরেযাওয়া城市恢复了往日的繁华 chéng shìhuī fù le wǎng rì de fán huáশহরআগেরসমৃদ্ধিফিরেপেয়েছে

秋千 qiū qiān দোলনা荡秋千 dàng qiū qiān দোলনাখেলা公园里小孩们在荡秋千 gōng yuán lǐ xiǎo hái mén zài dàng qiū qiān পার্কেশিশুরাদোলনাখেলছে

怀念 huái niàn মিসকরা/স্মরণকরা怀念过去 guò qùঅতীতস্মরণকরা怀念故人huái niàn gù rén পুরানোবন্ধুকেমিসকরা

我十分怀念他 wǒ shí fēn huái niàn tāআমিতাকেখুবমিসকরি

Share this story on

Messenger Pinterest LinkedIn