বাংলা

সহজ চীনা ভাষা: ভালো জিনিসের ভান করা

CMGPublished: 2023-03-28 10:00:07
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

আজকেরঅনুষ্ঠানেযে‘ছেংইয়ু’আপনাদেরকেশিখাবোতাহল‘滥竽充数’বা‘ভালোজিনিসেরভানকরা’।যাচীনেরপ্রাচীনচিন্তাবিদ,দার্শনিক,সাহিত্যিকহানফেইয্যি’রবইয়েরএকটিউপকথাথেকেএসেছে।

এই উপকথায় বলা হয়, ছি রাষ্ট্রের সম্রাট বাদ্যযন্ত্র ‘ইয়ু’ খুব পছন্দ করতেন। কিন্তু তিনি নিজে বাজাতে পারতেন না, অন্য মানুষের ইয়ু বাজানো শুনতেন। তিনি, বিশেষ করে অনেক মানুষের একসঙ্গে ইয়ু বাজানো বেশ পছন্দ করেন। ইয়ু শোনার জন্য তিনি সারা দেশে ইয়ু বাজাতে পারা লোক খোঁজ করেন এবং একটি ৩০০ লোকের সংগীতদল প্রতিষ্ঠা করেন। যারা এই সংগীতদলে ভর্তি হতো, তাদের অনেক বেতন দেওয়া হতো। তখন নান কুও নামে একজন মানুষ ছিল। তার কোনো কাজ ছিল না। সারাদিন অলস-ভাবে সময় কাটাতো। এ খবর শুনে নান কুও সংগীতদলে ভর্তি হতে চায়। কিন্তু সে ইয়ু বাজাতে পারে না। সংগীতদলে ভর্তি হওয়ার জন্য সে অনেক কষ্ট করে সম্রাটের কাছে যায়, বড়াই করে বলে যে- সে একজন সঙ্গীতজ্ঞ, খুব ভালো ইয়ু বাজাতে পারে এবং সম্রাটের সঙ্গীত স্বাদের খুব প্রশংসা করে। শুনে সম্রাটের খুব খুশি লাগে, নান কুওকে রাজকীয় সংগীতদলে নিয়ে নেন। পরে যখন সম্রাট সংগীতদল ইয়ু বাজানো শুনেন, তখন নান কুও সংগীতদলে ইয়ু বাজানোর ভান করেন। তার ‘ইয়ু বাজানোর’ পারফরম্যান্স খুব ভালো, আর অনেক মানুষ একসঙ্গে ইয়ু বাজানোর কারণে সম্রাট নান কুও’র মিথ্যা ধরতে পারেন না। নান কুওও আমারদায়ক জীবন কাটাতে থাকে। কয়েক বছর পর সম্রাট মারা যান, তার ছেলে নতুন সম্রাট হন। এই নতুন সম্রাটও ইয়ু বাজানো শুনতে পছন্দ করে, তবে তিনি শুধু একক বাদ্যযন্ত্র শোনেন। নান কুও তা জেনে খুব ভয় পায়। তার ফাঁকি ধরা পড়ে যাবে। আর শাস্তি হবে। এই ভয়ে সে দ্রুত প্রাসাদ থেকে পালিয়ে যায়।

পরেমানুষরা‘滥竽充数’কথাটিদিয়ে‘খারাপবানকলজিনিসভালোজিনিসেরভানকরা’ও‘অদক্ষমানুষদক্ষমানুষেরমধ্যেমিশেযায়’-এরঅর্থপ্রকাশকরে।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn