বাংলা

সহজ চীনা ভাষা: মেষ হারিয়ে খোঁয়াড় মেরামত করা

CMGPublished: 2023-03-07 11:18:27
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

আজকেরঅনুষ্ঠানেযে‘ছেংইয়ু’আপনাদেরকেশিখাবোতাহল‘亡羊补牢’বা‘মেষহারিয়েখোঁয়াড়মেরামতকরা’।এইছেংইয়ুযুদ্ধেলিপ্তরাষ্ট্রগুলোরযুগেছুরাষ্ট্রেরসম্রাটেরসঙ্গেজড়িত।সম্রাটসারাদিনবিনোদনেমেতেথাকতেন।তারএকজনমন্ত্রীতাকেবলেন,যদিআপনিভালোভাবেদেশপরিচালনানা-করেন,তাহলেদেশধ্বংসহওয়ারবিপদেপড়বে।সম্রাটতারকথায়গুরুত্বদেননি,তিনিমনেকরেন,এখনওদেশশান্তিপূর্ণওস্থিতিশীলরয়েছে,কিভাবেতাধ্বংসহতেপারে?সম্রাটেরপ্রতিমন্ত্রীখুবহতাশহয়েঅন্যদেশেচলেযান।৫মাসপরছিনরাষ্ট্রছুরাষ্ট্রকেআক্রমণকরে,সম্রাটওঅন্যদেশেনির্বাসনেযান।তখনতিনিমন্ত্রীরকথাভাবেনএবংতাকেফিরেআসারআমন্ত্রণজানান।মন্ত্রীকেদেখেসম্রাটতাকেজিজ্ঞেসকরেন-এখনকিকরাউচিত?জবাবেমন্ত্রীতাকেএইউপকথাটিবলেন।

উপকথায় বলা হয়- আগে একজন লোক ছিল। সে অনেক মেষ পালন করত। একদিন মেষ খাওয়ানোর সময় সে আবিষ্কার করে যে- একটি মেষ নিখোঁজ হয়েছে। অনুসন্ধানের পর সে দেখে- খোঁয়াড়ে একটি গর্ত আছে! রাতে নেকড়ে সেই গর্ত দিয়ে খোঁয়াড়ে ঢুকে পড়ে মেষ চুরি করে! লোকটি ভাবে, তার মেষ ইতোমধ্যে হারিয়ে গেছে, খোঁয়াড় মেরামত করা অনর্থক কাজ। পর দিন সেই লোক আবারও একটি মেষ হারায়। এবার সে আফসোস করে দ্রুত খোঁয়াড় মেরামত করে, এরপর তার মেষ আর হারায়নি।

এই উপকথা শুনে সম্রাট বুঝতে পারেন, এখন তার দেশ যেন সেই খোঁয়াড়, শিগগিরি গর্ত ভরাট করলে আরো ক্ষয়ক্ষতি এড়ানো যাবে। তাই তিনি মন্ত্রীর সঙ্গে সমস্যা সমাধানের বিষয়ে আলোচনা করেন এবং এভাবে ছু রাষ্ট্র সেই সংকট কাটিয়ে ওঠে।

এইগল্পথেকেএসেছেচীনেরছেংইয়ু‘亡羊补牢’,এরআক্ষরিকঅর্থ‘মেষহারিয়েগেলেখোঁয়াড়মেরামতকরা'।লোকজনশব্দটিদিয়েভুলওসমস্যারপরসময়মতসমাধানখোঁজারঅর্থবোঝায়।যাতেবেশিক্ষয়ক্ষতিনা-হয়।তাইআমরা‘亡羊补牢’রপর‘为时不晚’বলি,তারমানেএখনওব্যবস্থানেওয়াযায়-খুবদেরিনয়।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn