বাংলা

সহজ চীনা ভাষা: পাখি

CMGPublished: 2022-08-15 11:11:32
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বন্ধুরা,আজআমরানতুনএকটিপাঠশেখাবো।এরশিরোনাম‘পাখি’,এরচীনাভাষাহল‘鸟’।বন্ধুরা,প্রথমেআপনাদেরকেএইপাঠেরঅর্থজানিয়েদিচ্ছি।এইপাঠহলচীনেরবিখ্যাতআধুনিকসাহিত্যিক,পণ্ডিতওঅনুবাদকলিয়াংশিছিউলিখিতএকটিপ্রবন্ধ।তারপ্রবন্ধেরএকটিগুরুত্বপূর্ণবিষয়হলমনুষ্যত্ব।বিভিন্নসামাজিকশ্রেণীরমানুষেরগল্পেরমাধ্যমেমনুষ্যত্বপ্রকাশকরাতারপ্রবন্ধেরএকটিবৈশিষ্ট্য।সাহিত্যিকলিয়াংশিছিউ২কোটিরওবেশিশব্দেরপ্রবন্ধলিখেছেন,প্রায়৮০টিবইপ্রকাশকরেছেন।তিনিঅনেকইংরেজিসাহিত্যঅনুবাদকরেছেন,বিশেষকরেশেক্সপিয়ারেররচনা।তাকেচীনেশেক্সপিয়ারেররচনাঅনুবাদেরপ্রথমওশ্রেষ্ঠমানুষহিসেবেবিবেচনাকরাহয়।তারএসবঅনুবাদচীনেরবিদেশিসাহিত্যগবেষণায়বড়অবদানরেখেছেন।

লিয়াং শি ছিউ পাখি খুব পছন্দ করতেন, আজকের পাঠ পাখি নিয়ে লেখা একটি প্রবন্ধ। প্রবন্ধে লেখা হয়, লেখক সিছুয়ান প্রদেশে থাকার সময়ে প্রতিদিন বিভিন্ন ধরনের পাখি দেখতে পেতেন। পাখির শব্দ শোনা ও পাখির অভ্যাস পর্যবেক্ষণ করা লেখকের খুব পছন্দের কাজ। পাখির সহচার্যে তার খুব স্মরণীয় সময় কেটেছে। সিছুয়ান প্রদেশ ছেড়ে যাওয়ার পর তিনি সবসময় সেখানকার পাখির কথা ভাবতেন। প্রবন্ধের ভাষা সহজ ও সুন্দর। যারা পাখি পছন্দ করে প্রবন্ধ থেকে তাদেরও একই অনুভূতি জাগবে।

এই পাঠের প্রধান শব্দগুলো হলো:

鸟 niǎo পাখি鸟鸣 niǎo míng পাখিরশব্দ观鸟 guān niǎo পাখিদেখা/পর্যবেক্ষণকরা他很喜欢鸟 tā hěn xǐ huān niǎo সেপাখিখুবপছন্দকরে鸟语花香 niǎo yǔ huā xiāng শ্রুতিমধুরপাখিরশব্দওসুঘ্রাণফুল(সুন্দরপ্রাকৃতিকদৃশ্যবর্ণনাকরাহয়)这个地方鸟语花香 zhè gè dì fāng niǎo yǔ huā xiāng এখানকারপ্রাকৃতিকদৃশ্যবেশসুন্দর।

动听dòng tīng শ্রুতিমধুর动听的音乐dòng tīng de yīn yùe শ্রুতিমধুরসংগীত动听的鸟鸣dòng tīng de niǎo míng শ্রুতিমধুরপাখিরশব্দ她的声音非常动听tā de shēng yīn dòng tīng fēi cháng তারকণ্ঠবেশশ্রুতিমধুর

观察 guān cháপর্যবেক্ষণকরা观察动物 dàng wùপ্রাণীপর্যবেক্ষণকরা观察周围zhōu wéi চারপাশেপর্যবেক্ষণকরা他喜欢观察鸟的习性 tā xǐ huān guān chá niǎo de xí xìng সেপাখিরঅভ্যাসপর্যবেক্ষণকরতেপছন্দকরে

陪伴 péi bàn সহচার্য小孩需要父母陪伴 xiǎo hái xū yào fù mǔ de péi bàn শিশুরবাবামায়েরসহচার্যদরকার他陪伴我度过了美好的时光তারসহচার্যেআমারসুন্দরসময়কেটেছে। tā péi bàn wǒ dù guò le měi hǎo de shí guāng

Share this story on

Messenger Pinterest LinkedIn