বাংলা

সহজ চীনা ভাষা: ছি পি ফু

CMGPublished: 2022-08-08 15:00:11
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বন্ধুরা, আজ আমরা নতুন একটি পাঠ শেখাবো। এর শিরোনাম ‘ছি পি ফু’। বন্ধুরা, আজকের পাঠের অর্থ জানিয়ে দেওয়ার আগে প্রথমে এই পাঠের লেখকের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেই। এই পাঠের লেখক হলেন সু শি। তিনি চীনের পেইসোং রাজবংশের বিখ্যাত সাহিত্যিক, চিত্রশিল্পী, হস্তলিপিকার ও খাদ্যরসিক। তিনি চীনের থাং ও সোং রাজবংশের শ্রেষ্ঠ মানের ৮জন সাহিত্যিকের অন্যতম এবং তিনি দৃঢ় ও স্বাধীনচেতা কবিতাশৈলীর প্রতিনিধিত্বকারী কবি হিসেবে পরিচিত। জীবনে সু শি বিভিন্ন কাজ করেছিলেন, তিনি বিভিন্ন জায়গায় গিয়েছেন। জীবনের বৈচিত্র্যময় অভিজ্ঞতা থেকে তিনি বিশেষ চিন্তাভাবনা ও দার্শনিক উপলব্ধি লাভ করেছেন। এসব তার রচনায় প্রভাব ফেলেছে। সু শি’র কবিতা ও প্রবন্ধ পরে চীনা ভাষার সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি জীবন সম্পর্কে তার খোলা মন ও ইতিবাচক মনোভাব দেখিয়েছে। যেমন- আজকের এই পাঠ। এই পাঠ হল এক রাতে সু শি ও তার বন্ধুর সঙ্গে ‘ছি পি’ অর্থাত রেড ক্লিফের নিচে নৌকা চড়ার পর লেখা একটি প্রবন্ধ। এতে লেখা হয়েছে ছিপির সুন্দর দৃশ্য, লেখক ও তার বন্ধুর সংলাপ এবং এই সুন্দর দৃশ্যের আলোকে লেখকের চিন্তাভাবনা। তিনি মনে করেন, সুন্দর পৃথিবীর সামনে মানুষ একেবারে ক্ষুদ্র। ছোট জীবনে খোলা মন নিয়ে সব অভিজ্ঞতা সংগ্রহ করা উচিত, ইতিবাচক মনোভাব নিয়ে জীবন উপভোগ করা উচিত। প্রবন্ধটি সুন্দর ভাষা ও বিশেষ চিন্তাভাবনার জন্য সু শি’র প্রতিনিধিত্বকারী রচনায় পরিণত হয়েছে। যা পরবর্তীতে চীনা সাহিত্যিকদের রচনায় প্রভাব ফেলেছে।

এই পাঠের প্রধান শব্দগুলো হলো:

渺小 miǎo xiǎo ক্ষুদ্র/খুবছোট大海上的船看起来非常渺小dà hǎi shàng de chuá kàn qǐ lái fēi cháng miǎo xiǎo বড়সাগরেএইনৌকাদেখতেখুবক্ষুদ্র।在自然面前人类的力量是渺小的 zài zì rán miàn qián rén lèi de lì liàng shì miǎo xiǎo de প্রকৃতিরসামনেমানবজাতিরশক্তিক্ষুদ্র।

豁达 huò dáখোলা/উদার豁达的态度huò dáde tài dùখোলামনোভাব他是个乐观豁达的人 tā shì gè lè guān huò dá de rén সেএকজনইতিবাচকওখোলামনেরমানুষ।

永恒 yǒng héng চিরস্থায়ী/চিরন্তন永恒的友谊 yǒng héng de yǒu yìচিরস্থায়ীবন্ধুত্ব爱是人类永恒的话题ài shì rén lèi yǒng héng de huà tíভালোবাসামানবজাতিরচিরন্তনবিষয়।

体验 tǐ yàn অভিজ্ঞতা/অভিজ্ঞতাকরা难忘的体验nán wàng de tǐ yàn স্মরণীয়অভিজ্ঞতা非凡的体验 fēi fán de tǐ yàn অসাধারণঅভিজ্ঞতা体验不同的生活ভিন্নজীবনঅভিজ্ঞতাকরা tǐ yàn bù tóng de shēng huó

Share this story on

Messenger Pinterest LinkedIn