বাংলা

সহজ চীনা ভাষা: পদ্ম পুকুরের জ্যোৎস্না

CMGPublished: 2022-07-04 10:59:13
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বন্ধুরা,আজআমরানতুনএকটিপাঠশেখাবো।এপাঠেরশিরোনাম‘পদ্মপুকুরেরজ্যোৎস্না’,এরচীনাভাষাহল‘荷塘月色’।বন্ধুরা,আজকেরপাঠেরঅর্থজানিয়েদেওয়ারআগেপ্রথমেএরলেখকেরসঙ্গেআপনাদেরকেপরিচয়েকরিয়েদেবো,তারনামচুচিছিং।তিনিহলেনচীনেরবিখ্যাতআধুনিকসাহিত্যিকওপণ্ডিত।১৯১৯সালথেকেতিনিকবিতালেখাশুরুকরেছেন।পরেতিনিচীনেরপ্রথমআধুনিক‘কবিতামাসিক’প্রতিষ্ঠাকরেন।তিনিপ্রাচীনকবিতারপুরানোকাঠামোওনিয়মত্যাগকরেআরোসহজভাষাওছন্দদিয়েনতুনকবিতাশৈলীসৃষ্টিকরেছেন।তারকবিতাসেসময়ব্যাপকপ্রভাবফেলেছিল।তিনিচীনেরনতুনসাহিত্যআন্দোলনেরঅন্যতমব্যক্তি।কবিতারপাশাপাশিতারছোটপ্রবন্ধগুলোওখুবভালো।তারপ্রবন্ধেআধুনিকওসহজভাষাব্যবহারকরাহলেওপ্রাচীনকবিতারসৌন্দর্যঅনুভবকরাযায়।বাস্তবঘটনা,জীবনেরপ্রতিতারচিন্তাভাবনা,ভ্রমণঅভিজ্ঞতাইত্যাদিবিষয়তারপ্রবন্ধেফুটেউঠেছে।

আজকের পাঠটি ১৯২৭ সালে চু চি ছিং ছিংহুয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হওয়ার সময় লিখিত একটি প্রবন্ধ। এতে গ্রীষ্মকালের এক রাতে পুকুরের পদ্ম ও জ্যোৎস্না দেখার অভিজ্ঞতা লেখা হয়েছে। তিনি খুব সুন্দর ও সূক্ষ্ণ ভাষা দিয়ে সেই সুন্দর দৃশ্য লিখেছেন। যা লেখার মাধ্যমে বাস্তব সমস্যার প্রতি ক্ষোভ প্রকাশ এবং স্বাধীনতা ও মুক্তির প্রতি তাঁর আকুল আগ্রহ প্রকাশ পেয়েছে। সেই কঠিন সময় দেশের ভবিষ্যত নিয়ে চীনা পণ্ডিতের উদ্বেগ ফুটে ওঠে। প্রবন্ধের ভাষা ও কাঠামো খুব সুন্দর- তা এখনও বেশ জনপ্রিয়।

বন্ধুরা, এই পাঠের প্রধান শব্দগুলো হলো:

月光yuè guāng চাঁদেরআলো/জ্যোৎস্না月色 yuè sèচাঁদেরদৃশ্য今晚的月色真好 jīn wǎn de yuè sè zhēn hǎo আজরাতেচাঁদঅনেকসুন্দর।

喜爱xǐài পছন্দ/ভালোবাসা喜爱之情xǐài zhī qíng পছন্দেরঅনুভূতি他十分喜爱荷花 tā shí fēn xǐài hé huāসেপদ্মফুলবেশপছন্দকরে他的文章得到了很多人的喜爱 tā de wén zhāng dé dào le hěn duō rén de xǐài তারপ্রবন্ধঅনেকেরপছন্দহয়েছে।

曲折 qū zhéআঁকাবাঁকা/কষ্টকর曲折的小路qū zhé de xiǎo lùআঁকাবাঁকাপথ曲折的经历 qū zhé de jīng lìকষ্টকরঅভিজ্ঞতা曲折的一生 qū zhé de yì shēng কষ্টকরজীবন

渴望 kě wàng আকুলআকাঙ্ক্ষাকরা人们渴望结束战争 rén mén kě wàng jié shù zhàn zhēng মানুষযুদ্ধশেষকরারআকাঙ্ক্ষাকরে他渴望幸福平静的生活 tā kě wàng xìng fú píng jìng de shēng huóতিনিসুখীএবংশান্তিপূর্ণজীবনেরআকাঙ্ক্ষাকরেন।我渴望回到故乡 wǒ kě wàng huí dào gù xiāng আমিজন্মস্থানেফেরারআকাঙ্ক্ষাকরি।

Share this story on

Messenger Pinterest LinkedIn