বাংলা

সহজ চীনা ভাষা: গ্রামের জীবন

CMGPublished: 2022-05-02 10:00:28
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বন্ধুরা,আজআমরানতুনএকটিপাঠশেখাবো।এরশিরোনামহল‘গ্রামেফিরেবাসকরা’,এরচীনাভাষাহল归园田居’।বন্ধুরা,আজকেরপাঠপরিচয়করিয়েদেওয়ারআগেপ্রথমেএইপাঠেরলেখকেরসঙ্গেআপনাদেরকেপরিচয়করিয়েদেবো।এইপাঠেরলেখকহলেনচীনেরবিখ্যাতকবিথাওইউয়ানমিং।তিনিচীনেরপূর্বচিনরাজবংশেরপ্রতিনিধিত্বকারীকবিওচিন্তাবিদ।২০বছরবয়সথেকেথাওইউয়ানমিংবিভিন্নজায়গায়সরকারিকাজকরেন।তিনিস্থানীয়মানুষেরপ্রশংসাঅর্জনকরেন।তবেসেসময়তিনিতত্কালীনসরকারওসমাজনিয়েখুবহতাশহয়েপড়েন।তাঁরমনেহতো,এঅবস্থাপরিবর্তনকরাযাবেনা।তাই৪২বছরবয়সেথাওইউয়ানমিংঅবসরেযাওয়ারসিদ্ধান্তনেন।এরপরতিনিপল্লীঅঞ্চলেজীবনযাপনশুরুকরেন।পল্লিজীবননিয়েথাওইউয়ানমিংঅনেককবিতারচনাকরেছেনএবংতাকেচীনেরপল্লীকবিতারপ্রতিষ্ঠাতাহিসেবেবিবেচনাকরাহয়।তারপল্লীকবিতায়শ্রমজীবীমানুষেরপ্রতিবন্ধুত্ব,নিজেরউন্নতচরিত্রএবংপল্লীজীবনেরপ্রতিভালোবাসাপ্রকাশিতহয়েছে।তারকবিতাচীনেরকবিতা-সাহিত্যেরউন্নয়নেবড়প্রভাবফেলেছে।

আজকের পাঠ হলো তার পল্লী কবিতার মধ্যে জনপ্রিয় একটি কবিতা। এতে লেখা হয়েছে তার পল্লী জীবনের একদিনের ঘটনা। তিনি সকাল থেকে জমিতে কৃষিকাজ করেন; চাঁদ ওঠার পর বাসায় ফিরে আসেন। কাজ ক্লান্তিকর হলেও তার অনেক খুশি ও সন্তুষ্ট লাগে। তার পল্লী কবিতার ভাষা অনেক সহজ ও সুন্দর, পড়ে যেন মন শান্ত হয়ে যায়।

বন্ধুরা, এই পাঠের প্রধান শব্দগুলো হলো:

田园 tián yuán পল্লী田园生活tián yuán shēng huóপল্লীজীবন田园诗歌tián yuán shī gēপল্লীকবিতা田园风景tián yuán fēng jǐng পল্লীদৃশ্য

劳动 láo dòng শ্রম/পরিশ্রমকরা辛苦的劳动পরিশ্রমীশ্রম脑力劳动 nǎo lì láo dòng মানসিকশ্রম体力劳动 tǐ lì láo dòng কায়িকশ্রম劳动者láo dòng zhěশ্রমিক劳动最光荣 láo dòng zuì guāng róng পরিশ্রমসবচেয়েগৌরবময়।

热爱 rèài ভালোবাসা热爱田园生活 rèài tián yuán shēng huóপল্লিজীবনেরপ্রতিভালোবাসা热爱劳动rèài láo dòng শ্রমকেভালোবাসা热爱美食 rèài měi shíসুস্বাদুখাবারভালোবাসা热爱读书 rèài dú shūবইপড়তেভালোবাসা

愉悦 yú yuèআনন্দ/আনন্দদায়ক愉悦的心情আনন্দদায়কমন yú yuè de xīn qíng 愉悦的交谈 yú yuè de jiāo tán আনন্দদায়ককথোপকথন他感到十分愉悦 tā gǎn dào shí fēn yú yuèতারঅনেকআনন্দলাগে।

Share this story on

Messenger Pinterest LinkedIn