বাংলা

সহজ চীনা ভাষা: প্রাঙ্গণে সুন্দর গাছ আছে

CMGPublished: 2022-03-07 15:43:07
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বন্ধুরা,আজআমরানতুনএকটিপাঠশেখাবো,আজকেরপাঠেরশিরোনাম‘প্রাঙ্গণেসুন্দরগাছআছে’,এরচীনাভাষাহলো‘庭中有奇树’।বন্ধুরা,বন্ধুরা,প্রথমেআপনাদেরকেএইপাঠেরঅর্থজানিয়েদিচ্ছি।এইপাঠহলহানরাজবংশআমলেরএকটিকবিতা।কবিরনামঅজানাহলেওকবিতাটিএখনওপ্রচলিতহয়,এরকারণ aহলো-কবিতায়সামাজিকঅবস্থা,মানুষেরজীবনওঅনুভূতিপ্রতিফলিতহয়েছেএবংমানুষেরমধ্যেব্যাপকঅনুভূতিসৃষ্টিকরেছে।

এই কবিতায় লেখা হয়েছে এক নারীর দূর-দূরান্তে থাকা স্বামীকে মিস করার অনুভূতি। লেখক সরাসরি সেই কথা বলেন নি, বরং প্রাঙ্গণের এক গাছের মাধ্যমে সেই নারীর অনুভূতি তুলে ধরেছেন। কবিতার ভাবানুবাদ প্রায় এমন: বসন্তকালে প্রাঙ্গণের গাছ সুন্দর ও সমৃদ্ধ ফুল ফুটেছে। এক নারী সুন্দর গাছ থেকে একটি ফুল তুলেছে, তার প্রিয় মানুষকে পাঠাতে চায়। ফুলের কারণে তার পোশাকও ফুলের সুগন্ধে ভরে যায়। তবে সে হঠাৎ ভাবে স্বামী অনেক দূরে থাকে, ফুলটি তাকে দেওয়া যাবে না। এটা কোনো বিরল ফুল না। তবে অনেক দিন ধরেই প্রিয় মানুষকে দেখা হয়নি, শুধু ফুলের মাধ্যমে তাকে মিস করার কথা প্রকাশ করে। কবিতাটির ভাষা সহজ ও সুন্দর। কবিতাটি পড়ে যেন সেই নারীর অনুভূতি বোঝা যায়। চীনের অনেক পণ্ডিত কবিতাটিকে হান রাজবংশের শ্রেষ্ঠ কবিতা হিসেবে বিবেচনা করেন।

পাঠের প্রধান শব্দগুলো হল:

庭院tíng yuàn প্রাঙ্গণ/উঠান院子 yuàn zi প্রাঙ্গণ/খোলাজায়গা我家有一个小院子 wǒ jiā yǒu yí gè xiǎo yuàn zi আমারবাড়িতেএকটিছোটপ্রাঙ্গণআছে

摘 zhāi তোলা摘花zhāi huāফুলতোলা摘水果 zhāi shuǐ guǒফলতোলা摘蔬菜zhāi shū cài শাকসবজিতোলা他在果园里摘了很多苹果 tā zài guǒ yuán lǐ zhāi le hěn duō píng guǒসেফলবাগানথেকেঅনেকআপেলতুলেছে।

珍贵 zhēn guìবিরল/মূল্যবান珍贵的经历 zhēn guì de jīng lìমূল্যবানঅভিজ্ঞতা珍贵的文物zhēn guì de wén wùমূল্যবানপুরাকীর্তি他收藏了很多珍贵的书 tā shōu cáng le hěn duō zhēn guì de shūসেঅনেকমূল্যবানবইসংরক্ষণকরেছে।

充满 chōng mǎn ভরেযাওয়া教室里充满了笑声 jiào shì lǐ chōng mǎn le xiào shēng ক্লাসরুমহাসিতেভরেযায়।花香充满了我的衣服 huā xiāng chōng mǎn le wǒ de yī fu আমারপোশাকফুলেরসুগন্ধেভরেযায়।

充满 chōng mǎn পূর্ণ充满信心chōng mǎn xìn xīn আত্মবিশ্বাসপূর্ণ充满失望chōng mǎn shī wàng হতাশাপূর্ণ我的心中充满幸福wǒ de xīn zhōng chōng mǎn xìng fúআমারমনসুখেপরিপূর্ণ我们的未来充满光明wǒ mén de wèi lái chōng mǎn guāng míng আমাদেরভবিষ্যতেউজ্জ্বল।

Share this story on

Messenger Pinterest LinkedIn