বাংলা

সহজ চীনা ভাষা:চিনানের শীতকাল-China Radio International

criPublished: 2021-12-05 17:31:21
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বন্ধুরা,আজআমরানতুনএকটিপাঠশেখাবো।এরশিরোনাম‘চিনানেরশীতকাল’,এরচীনাভাষাহল-‘济南的冬天’।বন্ধুরা,প্রথমেআপনাদেরকেএইপাঠেরঅর্থজানিয়েদিচ্ছি।এইপাঠহল-চীনেরবিখ্যাতআধুনিকঔপন্যাসিকওনাট্যকারলাওশ্যরচিতএকটিগল্প।জীবদ্দশায়তিনি২৩টিউপন্যাস,৪৭টিনাটক,৩০০টিরওবেশিকবিতাএবংঅনেকগল্পওপ্রবন্ধরচনাকরেছেন।এরমধ্যেলাওশ্য’রনাটকসবচেয়েজনপ্রিয়।তিনিসাধারণমানুষ-বিশেষকরেদরিদ্রমানুষেরজীবনকেঅনেকগুরুত্বদিতেন।তারসবচেয়েজনপ্রিয়কিছুনাটকেঅস্থিরসমাজওযুদ্ধেরসময়সাধারণমানুষেরজীবনপ্রতিফলিতহয়েছে।তারলেখাজনগণেরজীবনেরখুবকাছাকাছিবলেলাওশ্য‘জনগণেরশিল্পী’হিসেবেখ্যাতিপেয়েছিলেন।

লাও শ্য ব্রিটেনে অধ্যয়ন করার পর চীনের চিনান শহরে ফিরে শিক্ষকতা করেন। তিনি দীর্ঘ সময় সেখানে ছিলেন। আজকের পাঠে চিনানের শীতকাল নিয়ে একটি প্রবন্ধের কথা বলা হয়েছে। চিনান শহরের নাম ‘ঝরনার শহর’। সেখানে শীতকালে বেশি ঠান্ডা পড়ে না। গাছপালাও সবুজ থাকে। শীতকালে লাও শ্য চিনানের সূর্যালোক উপভোগ করতে পছন্দ করেন। উষ্ণ ঝরনার পাশে বসে সূর্যালোক উপভোগ করতে লাও শ্য’ খুব পছন্দ করতেন। এখনও শীতকালে অনেকে চিনানে ঝরনা দেখতে যায়।

বন্ধুরা, এই পাঠের প্রধান শব্দগুলো হলো:

泉水 quán shuǐঝরনা温泉 wēn quán উষ্ণঝরণা泡温泉উষ্ণঝরণায়গোসলকরা pào wēn quán

晒 shài শুকানো/পোহানো晒太阳shài tài yáng রোদপোহানো晒衣服পোশাকশুকানো shài yī fú冬天晒太阳是一件很享受的事 dōng tiān shài tài yángshì yí jiàn hěn xiǎng shòu de shìশীতকালেরোদপোহানোখুবউপভোগ্যব্যাপার

安逸ān yìআরামদায়ক安逸的生活ān yì de shēng huóআরামদায়কজীবন济南的冬天让他感到十分安逸 jǐ nán de dōng tiān rang tā gǎn dào shí fēn ān yìচিনানেরশীতকালেতারঅনেকআরামলাগে

习惯 xí guàn অভ্যাস生活习惯shēng huó xí guàn জীবনেরঅভ্যাস养成好习惯yǎng chéng hǎo xí guàn ভালোঅভ্যাসগঠনকরা他习惯很早起床tā xí guàn hěn zǎo qǐ chuáng সেখুবভোরেউঠতেঅভ্যস্ত我已经习惯了这里的生活wǒ yǐ jīng xí guàn le zhè lǐ de shēng huóআমিএখানকারজীবনেঅভ্যস্ত

Share this story on

Messenger Pinterest LinkedIn