বাংলা

সহজ চীনা ভাষা: চাঁদ কখন দেখা যাবে-China Radio International

criPublished: 2021-09-14 14:44:46
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বন্ধুরা,আজআমরানতুনএকটিপাঠশেখাবো।এরশিরোনাম‘চাঁদকখনদেখাযাবে’;এরচীনাভাষাহলো‘明月几时有’।বন্ধুরা,আজকেরপাঠেরঅর্থজানিয়েদেওয়ারআগেপ্রথমেএইপাঠেরলেখকেরসঙ্গেআপনাদেরপরিচয়করিয়েদেই।এইপাঠেরলেখকহলেনসুশি।তিনিচীনেরপেইসোংরাজবংশেরবিখ্যাতসাহিত্যিক,চিত্রশিল্পী,হস্তলিপিকারওখাদ্যরসিক।তিনিচীনেরথাংওসোংরাজবংশেরশ্রেষ্ঠ৮জনসাহিত্যিকেরঅন্যতমএবংতিনিদৃঢ়ওস্বাধীনচেতাকবিতাশৈলীরপ্রতিনিধিত্বকারীকবিহিসেবেপরিচিত।সুশি’রকবিতারবিষয়বৈচিত্র্যময়।সমাজেরসমালোচনা,জীবননিয়েচিন্তাভাবনাএবংসুন্দরেরপ্রশংসাতারকবিতায়প্রতিফলিতহয়।

আজকের পাঠটি তাঁর বিখ্যাত একটি কবিতা। এই কবিতাটি চীনের মধ্যশরৎ উত্সব নিয়ে লেখা হয়। এই উত্সব চীনের পুনর্মিলনের উত্সব, কিন্তু এসময় লেখক একা বাইরে থাকতেন। রাতে চাঁদ দেখা উত্সবের একটি অন্যতম রীতিনীতি। সু শি একা চাঁদ দেখতে দেখতে এই কবিতাটি লিখেছেন। এতে আত্মীয়স্বজনকে মিস করা ও শুভকামনা জানানোর পাশাপাশি জীবনের প্রতি কবির খোলামেলা মনোভাব প্রতিফলিত হয়েছে। কবিতার ভাষা ও ছন্দ অনেক সুন্দর, তাই পরে এই কবিতায় সুরারোপ করা হয়।

এই পাঠের প্রধান শব্দগুলো হলো:

月亮 yuè liàng চাঁদ明月míng yuèউজ্জ্বলচাঁদ满月 mǎn yuèপূর্ণিমা什么时候能看见满月?shěn me shí shou néng kàn jiàn mǎn yuèকখনপূর্ণিমাদেখাযাবে?

规律 guī lǜনিয়ম月亮圆缺是自然的规律yuè liàng yuan quē shì zì rán de guī lǜপূর্ণিমাওঅমাবস্যাপ্রাকৃতিকনিয়ম।遵守规律 zūn shǒu guī lǜনিয়মমেনেচলা

团聚 tuán jùপুনর্মিলন和家人团聚hé jiā rén tuán jùপরিবারেরসঙ্গেপুনর্মিলন中秋是团聚的节日 zhōng qiū shì tuán jù de ji réìমধ্যশরৎউত্সবপুনর্মিলনেরউত্সব

祝愿 zhù yuàn কামনাকরা美好的祝愿 měi hǎo de zhù yuàn শুভকামনা祝愿你身体健康,天天开心 zhù yuàn nǐ shēn tǐ jiàn kāng tiān tiān kāi xīn সুস্বাস্থ্যওপ্রতিদিনখুশিকামনাকরি।

Share this story on

Messenger Pinterest LinkedIn