বাংলা

সহজ চীনা ভাষা: পাখি-China Radio International

criPublished: 2021-09-13 17:08:34
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বন্ধুরা,আজআমরানতুনএকটিপাঠশেখাবো।এরশিরোনাম‘পাখি’,এরচীনাভাষাহলো‘鸟’।বন্ধুরা,প্রথমেআপনাদেরকেএইপাঠেরঅর্থজানিয়েদিচ্ছি।এইপাঠহলোলিয়াংশিছিউলিখিতএকটিপ্রবন্ধ,তিনিচীনেরবিখ্যাতআধুনিকসাহিত্যিক,পণ্ডিত,সাহিত্যসমালোচকওঅনুবাদক।তিনি১৯২৩সালেযুক্তরাষ্ট্রেসাহিত্যঅধ্যয়নকরেন।এরপরচীনেফিরেবিদেশিসাহিত্যশেখানোরকাজকরেন।বিভিন্নদেশেরওনানালেখকেরপ্রবন্ধনিয়েতিনিঅনেকগবেষণাকরেছেন।এরমধ্যেশেক্সপিয়ারনিয়েতাঁরগবেষণাসবচেয়েবেশি।তিনিচীনেবিদেশিসাহিত্যেরঅনুবাদ,পরিচয়ওগবেষণায়অনেকঅবদানরেখেছেন।

প্রবন্ধ লেখার বিষয়ে লিয়াং শি ছিউ মনে করেন, যে কোনও জিনিস, মানুষ, বা বিষয়- প্রবন্ধ লেখার উত্স হতে পারে। সাহিত্যের কোনো সীমা নেই। কিন্তু সঠিক ভাষা, প্রযুক্তি ও কাঠামো ব্যবহারে ভালো প্রবন্ধ তৈরি হয়। নিজে প্রবন্ধ লেখার সময়ে তিনিও এ নীতি মেনে চলতেন। আজকের এই পাঠটি পাখি নিয়ে লেখা একটি প্রবন্ধ। এতে তার জীবনে দেখা নানা ধরনের পাখির বর্ণনা দিয়েছেন, পাখির স্মৃতিচারণ করেছেন ও পাখি নিয়ে কবিতা রচনার মাধ্যমে পাখির প্রতি ভালোবাসা, প্রকৃতির প্রতি সম্মান এবং জীবনের প্রতি তার অনুভূতি ও চিন্তাধারা প্রকাশ করেছেন।

এই পাঠের প্রধান শব্দগুলো হলো:

鸟 niǎo পাখি鸟巢niǎo cháo বার্ডনেস্ট观鸟 guān niǎo পাখিদেখা/উপভোগকরা一群鸟 yì qún niǎo একঝাঁকপাখি

পাখির বাসা-

鲜艳 xiān yàn উজ্জ্বল/রঙিন鲜艳的颜色xiān yàn de yán sèউজ্জ্বলরং鲜艳的羽毛xiān yàn de yǔ máo রঙিনপালক鲜艳的花রঙিনফুল xiān yàn de huā

飞fēi ওড়া鸟飞走了 niǎo fēizǒu le পাখিউড়েগেছে飞机fēijīবিমান起飞 qǐ fēiউড্ডয়নকরা

停 tíng থামা停下tíng xiàথামুন停车 tíng chēপার্কিং有一只鸟停在树上 yǒu yì zhīniǎo tíng zài shù shàng গাছেএকটিপাখিবসেআছে।

Share this story on

Messenger Pinterest LinkedIn