বাংলা

সহজ চীনা ভাষা: ইউয়ে ইয়াং প্যাভিলিয়ন নিয়ে প্রবন্ধ-China Radio International

criPublished: 2021-07-17 18:51:16
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বন্ধুরা,আজআমরানতুনএকটিপাঠশেখাবো।এরশিরোনাম‘ইউয়েইয়াংপ্যাভিলিয়ননিয়েপ্রবন্ধ’;এরচীনাভাষাহল-‘岳阳楼记’।বন্ধুরা,প্রথমেআপনাদেরকেএইপাঠেরঅর্থজানিয়েদিচ্ছি।এইপাঠহলো-চীনেরপ্রাচীনলেখকফানচোংইয়ানরচিতএকটিপ্রবন্ধ।তিনিচীনেরপেইসোংরাজবংশেরবিখ্যাতরাজনীতিবিদ,সমরবিদ,সাহিত্যিকওশিক্ষাবিদ।দেশপরিচালনাব্যবস্থাসুসম্পন্নকরা,রাজনৈতিকসংস্কারকরা,বিদেশিআক্রমণপ্রতিরোধকরাএবংশিক্ষাউন্নতকরা-ইত্যাদিক্ষেত্রেতিনিঅনেকঅবদানরেখেছেন।এসবকাজেরসময়ফানচোংইয়ান‘সবারআগেভবিষ্যতেরসমস্যানিয়েচিন্তাকরাএবংপ্রস্তুতিনেওয়ার’কনফুসিয়ানিজমেরচেতনাবাস্তবায়নকরেন।এজন্যতিনিকনফুসিয়ানিজমেরঅন্যতমদৃষ্টান্তেপরিণতহনএবংপরবর্তীপ্রজন্মতাকেঅনেকসম্মানকরে।

ফান চোং ইয়ানের লেখার ধরন ও বিষয় বৈচিত্র্যময়। এর মধ্যে তার কবিতা ও প্রবন্ধ সবচেয়ে ভালো। তার কবিতা ও প্রবন্ধে সাধারণত রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা প্রকাশিত হয়, দেশের সুন্দর প্রাকৃতিক দৃশ্যের প্রশংসা করা হয়, সাধারণ মানুষের জীবনের কথা বলা হয় এবং উন্নত মানের নৈতিকতার প্রশংসা করা হয়। আজকের এই পাঠে ফান চোং ইয়ান চীনের বিখ্যাত প্যাভিলিয়ন ‘ইউয়ে ইয়াং লৌ’র দৃশ্য তুলে ধরেছেন। এই প্রবন্ধের ভাষা ও ছন্দ অনেক সুন্দর। একই সঙ্গে এতে গভীর চিন্তা ফুটে উঠেছে; যা পরবর্তীতে চীনা প্রবন্ধ রচনায় বড় প্রভাব ফেলে।

修xiūমেরামতকরা修汽车xiū qì chēগাড়িমেরামতকরা修手机xiū shǒu jīমোবাইলফোনমেরামতকরা修岳阳楼xiū yuè yáng lóu ইউয়েইয়াংপ্যাভিলিয়নমেরামতকরা

暗的 hūn àn de অনুজ্জ্বল/মৃদু/ম্লান昏暗的房间hūn àn de fáng jiān অনুজ্জ্বলঘর昏暗的天hūn àn de tiān ম্লানআকাশ昏暗的灯光 hūn àn de dēng guāng মৃদুআলো

心情 xīn qíng মেজাজ/মন你的心情怎么样?nǐ de xīn qíng zěn me yang?তোমারমেজাজকেমন?我心情不好 wǒ de xīn qíng bù hǎo আমারমেজাজভালোনেই心旷神怡 xīn kuàng shén yíআনন্দ,খুশি, relaxed, refreshed

担忧 dān yōu চিন্তাকরা你在担忧什么nǐ zài dān yōu shěn me?তুমিকিসেরজন্যচিন্তাকরছো?不要担忧 bú yào dān yōu চিন্তাকরবেনা।忧国忧民 yōu guó yōu mín দেশওজনগণেরজন্যচিন্তাকরা

Share this story on

Messenger Pinterest LinkedIn